পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু শাহিন আফ্রিদি, হ্যারিস রউফদের পেস অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেনি ভারতের টপ অর্ডার। ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। সেখান থেকে দলে টেনে নিয়ে যান ইশান কিশান ও হার্দিক পান্ডিয়া। হার্দিক অভিজ্ঞ হলেও বড় ম্যাচে চাপ সামলে যেভাবে ব্যাটিং করেন ইশান তা সত্যিং প্রশংসনী। ইশানেকে আউট করতে না পারায় চাপ বাড়ছিল পাকিস্তানের উপর।
advertisement
হার্দিক ও ইশান মিলে ১৩৮ রানের পার্টনারশিপ গড়ে দলকে দুশো পার নিয়ে যান। দলের ২০৪ রানের মাথায় ব্যক্তিগত ৮২ রানে হ্যারিস রউফের বলে হুক মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হন ইশান। এরপর ইশান কিষানকে লক্ষ্য করে অপমানজনক অঙ্গভঙ্গি করেন হ্যারিস। দেখা যায় ইশান যখন আউট হন তখন হ্যারিস তাঁকে বেরিয়ে যেতে বলেন হাত দেখিয়ে। আঙুল উঁচিয়ে একাধিক বার মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলেন। যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। হ্যারিস রউফের এহেন আচরণের সমালোচনায় সরব নেটিজেনরা।
আরও পড়ুনঃ IND vs PAK, Asia Cup 2023: হার্দিক ও ইশানের ব্যাটে লড়াইয়ে থাকল ভারত, পাকিস্তানের সামনে টার্গেট ২৬৭
প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৬৬ রান করে ভারত। চাপের মুহূর্তে অনবদ্য ব্যাটিং করেন হার্দিক পান্ডিয়া ইশান কিশান। ৮৭ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন হার্দিক ও ইশান করেন ৮২ রান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শাহিন আফ্রিদি আর ৩টি করে উইকেট নেন হ্যারিস রউফ ও নাসিম শাহ। পাকিস্তানের সামনে ২৬৭ রানের টার্গেট।