#কলকাতা: প্রায় দু'বছর পরে ইডেন গার্ডেন্সে ম্যাচ। যতই নিয়ম রক্ষার হোক, কলকাতার মানুষ মাঠে ফিরেছিলেন টিম ইন্ডিয়াকে সমর্থন করার জন্য। বহুদিন বাদে প্রাণবন্ত ক্রিকেটের নন্দনকানন। আট থেকে আশি মাঠে ভিড় জমিয়েছেন। অধিনায়ক রোহিত শর্মা সাফল্যে বিরাট কোহলিকে অতিক্রম করে যাবেন কিনা সময় বলবে। কিন্তু তার টস ভাগ্য যে বিরাট কোহলির তুলনায় অনেক ভাল তাতে সন্দেহ নেই। এদিন অবশ্য টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত।
advertisement
পরে ব্যাট করলে রান তাড়া করতে ভারতের সুবিধে সেটা আগেই প্রমাণিত। কিন্তু প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে কত বেশি রান তোলা যায় এটাই দেখার ছিল নতুন টিম ম্যানেজমেন্টের। কোচ রাহুল দ্রাবিড় পরের বছর অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সবরকম ভাবে দলকে প্রস্তুত করে রাখতে চাইছেন। তাই আজ ব্যাটিং নেওয়া নিজেদের পরীক্ষা করার জন্যই।
অধিনায়ক রোহিত দুর্দান্ত অর্ধশতরান করা ছাড়াও ঈশান কিশান, শ্রেয়াস আইয়ার এবং ভেঙ্কটেশ আইয়ার কার্যকরী ইনিংস খেলেছিলেন। যথেষ্ট বড় রান তুলেছিল ভারত। রান তাড়া করতে নেমে প্রথম থেকেই ব্যাকফুটে নিউজিল্যান্ড। মিচেল (৫), চ্যাপম্যান এবং ফিলিপস খাতা না খুলেই ফিরে গেলেন। তিনটি উইকেট নিলেন অক্ষর প্যাটেল। দুর্দান্ত ব্যাট করা মার্টিন গাপটিল একাই লড়ছিলেন। ৫১ রানের ইনিংস সাজানো ছিল চারটি বাউন্ডারি এবং চারটি ওভার বাউন্ডারি দিয়ে। তাকে ফিরিয়ে দিলেন যুজবেন্দ্র চাহাল।
সেইফার্ট রান আউট' হলেন। জিমি নিশাম তিন রান করে ক্যাচ দিয়ে ফেরেন। দুর্দান্ত কোচ নিলেন পন্থ। এরপর আবার রান আউট' হলেন স্যান্টনার। ঈশান দুরন্ত থ্রও করেন। অধিনায়ক রোহিত শর্মা বুদ্ধি করে বোলিং পরিবর্তন করলেন। সিরিজ জিতে গেলেও আজ ভারত যে অতিরিক্ত আত্মবিশ্বাসের শিকার হয়নি সেটা বুঝা গেল। একটি করে উইকেট পড়ছে, আর ডাগ আউটে বসা রাহুল দ্রাবিড় হাসছেন। নতুন ফিল্ডিং কোচ টি দিলিপের পিঠ চাপড়ে দিলেন। নতুন বোলিং কোচ পরশ মামরের সঙ্গে ইয়ার্কি করলেন।
অনেক পথ চলা বাকি। সামনে অনেক কঠিন চ্যালেঞ্জে অপেক্ষা করছে। সবে শুরু। কিন্তু সকাল দেখে যেমন বোঝা যায় দিনটা কেমন যাবে, তেমনই এদিন ভারতের দাপটের সঙ্গে সিরিজ জয় এবং হোয়াইটওয়াশ প্রমাণ করল সঠিক পথেই এগোচ্ছে টিম ইন্ডিয়া। রাহুল দ্রাবিড় হাসবেন। সেটাই স্বাভাবিক। বিশ্বকাপে বাদ পড়েছিলেন চাহাল। আজ ছিল তার কামব্যাক ম্যাচ। বুঝিয়ে দিলেন তাঁকে টি টোয়েন্টি বিশ্বকাপে না রাখার সঠিক সিদ্ধান্ত ছিল না। গুগলি, ফ্লিপার, টপ স্পিন, রং ওয়ান দিয়ে কিউই ব্যাটসম্যানদের চাপ বাড়িয়ে দিলেন।
এরপর আদ্যাম মিলনে আউট হলেন ভেঙ্কটেশের বলে। অলরাউন্ডার হিসেবে ভারতীয় দলকে তিনি ভবিষ্যতে সার্ভিস দিতে পারেন প্রমাণ করছেন ভেঙ্কটেশ।সোধি ৯ রান করে ফিরে গেলেন হর্ষল প্যাটলের বলে। লকি ফার্গুসন দুটো ছক্কা মেরেছিলেন। কিন্তু তাতে কিছু ভয় পাওয়ার কারণ ছিল না ভারতের। বোল্ট দীপক চাহার এর বলে আউট হতেই ম্যাচটা ৭৩ রানে জিতে নিল ভারত। ৩-০ হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ডকে।