৪ জানুয়ারি পরের সময় থেকে এক পালাবদলের মধ্যে ভারতীয় ক্রিকেট। সেই বৃত্ত পূর্ণ হচ্ছে আগামী ১৫ জানুয়ারি। মারাঠা সাম্রাজ্যের রাজধানী শহর পুণে থেকে ভারতীয় ক্রিকেটের পুরোপুরি অধিনায়ক বিরাট কোহলি। তাঁর আগে বিরাট স্বীকার করলেন, যা শিখছেন সবটাই মহেন্দ্র সিং ধোনির থেকে।
ধোনির খাতায় টেস্ট দলকে নেতৃত্ব দিয়ে বিরাট প্রথম ডিভিশনে পাশ করেছেন। আর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে বিরাটের দাবি, তাঁর উপর কোনও চাপ নেই। বরং তিনি সম্মানিত।
advertisement
বাজিরাওয়ের শহর থেকে রবিবার শুরু ভারতীয় ক্রিকেটের নতুন ‘মস্তানি’। নেতা বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেট অপেক্ষায় এক টানটান সিরিজের।
এদিকে ভারতীয় দলে যুবরাজের নির্বাচনে কোনও ভুল নেই বলেই মত ক্যাপ্টেন কোহলির ৷ তাঁর মতে, ধোনিকে সাহায্য করতেই যুবিকে নেওয়া। এছাড়া যুবরাজকে সাম্প্রতিক ফর্ম প্রমাণ করেছে, তিনি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এখনও ফিট।