ইনদওরে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তাসমিন বিউমন্ট ও অ্যামি জোন্স ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন। ঠান্ডা মাথায় ব্যাটিং করে ৭৩ রানের পার্টনারশিপ করেন ওপেনিং জুটিতে। অ্যামি জোন্স ৫৬ রান করেন। চতুর্থ উইকেটে বড় পার্টনারশিপ গড়েন ন্যাট স্কিভার ব্রান্ট ও হেদার নাইট। এই জুটি ব্যাটিং করার সময় মনে হচ্ছি ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে যেতে পারে।
advertisement
আরও পড়ুনঃ ১৭৬.৫ কিমি প্রতি ঘণ্টা! পার্থে বিশ্বের সবথেকে দ্রুত গতির বল করলেন স্টার্ক? ভেঙে গেল আখতারের রেকর্ড?
চতুর্থ উইকেটে এই দুজন মিলে ১১৩ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। ইংল্যান্ড ৩০০-র বেশি স্কোর করবে বলে মনে হচ্ছিল। কিন্তু ব্রান্ট ৩৮ রানে ফিরতেই ম্যাচে ফেরে ভারতীয় দল। নাইট সেঞ্চুরি পূরণ করেন। ১০৯ রানে রানআউট হন তিনি। এরপর স্লগ ওভারে ম্যাচের রং পাল্টে দেন ভারতীয় বোলাররা। মোট ৫টি উইকেট পড়ে স্লগ ওভারে। ইংল্যান্ডকে ২৮৮ রানে বেঁধে দেয় টিম ইন্ডিয়া।