রাঁচিতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ভারতীয় দলে অভিষেক হয় বাংলার পেসার আকাশ দীপের। ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা একেবারেই ভাল হয়নি ব্রিটিশদের। অভিষেক ম্যাচে জীবনের প্রথম স্পেলে দুরন্ত বোলিং করেন আকাশ দীপ। ইংল্যান্ডের ব্যাটিং টপ অর্ডারে জোর ধাক্কা দেন বাংলার পেসার। জ্যাক ক্রলি, বেন ডাকেট ও অলি পোপকে সাজঘকে পাঠান আকাশ দীপ। প্রথম সেশনে অপর দুটি উইকেট নেন অশ্বিন ও জাদেজা। লাঞ্চ পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ছিল ১১২ রানে ৫ উইকেট।
advertisement
দ্বিতীয় সেশন থেকে ঘুড়ে দাঁড়ায় ইংল্য়ান্ড। বাজবল ক্রিকেট ছেড়ে জো রুট ঠান্ডা মাথায় আদর্শ টেস্ট ক্রিকেটের স্টাইলে ব্যাটিং শুরু করেন। তাকে যোগ্য সঙ্গ দেন বেন ফোকস। ঠান্ডা মাথায় ব্যাটিং করে শতরানের পার্টনারশিপ করেন রুট ও ফোকস। দ্বিতীয় সেশনে একটিও উইকেট হারায়নি ইংল্য়ান্ড। চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ১৯৮ রানে ৫ উইকেট।
আরও পড়ুনঃ Sachin Tendulkar: ভূস্বর্গে ‘ক্রিকেট ঈশ্বর’, সারা-অঞ্জলির সঙ্গে তুষারপাত উপভোগ সচিনের, রইল সেরা ছবি
দিনের শেষ সেশনে রানের গতিবেগ কিছুটা বাড়ায় ইংল্যান্ড। ২২৫ রানে ষষ্ঠ উইকেট পড়ে। ৪৭ রান করে মহম্মদ সিরাজের শিকার হন বেন ফোকস। এরপর টম হার্টলি ক্রিজে আসলেও বেশি সময় থাকতে পারেননি। ১৩ রান করে সিরাজের দ্বিতীয় শিকার হন তিনি। এরপর জো রুটকে সঙ্গ দেন অলি রবিনসন। অর্ধশতরানের পার্টনারশিপ করেন ২ জন। নিজের শতরান পূরণ করেন রুট। দিনের শেষে রুট ১০৬ ও রবিনসন ৩১ রানে অপরাজিত।