TRENDING:

দলের প্রয়োজনের সময় ডাবল সেঞ্চুরি করতে পেরে আরও ভাল লাগছে: ময়াঙ্ক

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইনদওর: আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার তাঁর কতদিনই বা হল শুরু হয়েছে ৷ কিন্তু এর মধ্যেই টেস্টে দু’-দুটি ডাবল সেঞ্চুরি করা সম্পূর্ণ ময়াঙ্ক আগরওয়ালের ৷ শুক্রবার ইনদওরের হোলকার স্টেডিয়ামে একটা সময় তাঁর কাছ থেকে ট্রিপল সেঞ্চুরিই চাইছিলেন অধিনায়ক বিরাট কোহলি-সহ গোটা দলই ৷ দ্বিতীয় দিনের খেলা শেষে বিসিসিআই টিভিতে ময়াঙ্কের সাক্ষাৎকার নিলেন স্বয়ং বিরাট কোহলি ৷
advertisement

ময়াঙ্কের কাছে কোহলির প্রশ্ন ছিল, দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করার পর অনুভূতি কেমন ? ময়াঙ্কের উত্তর, ‘‘ অবশ্যই দারুণ ৷ কিন্তু টিমের প্রয়োজনের সময় এই রানটা করতে পেরে আরও ভাল লাগছে ৷ ওপেনার হিসেবে পরিবেশ, পরিস্থিতি বড় রান করার অনুকূল হলে তার সুবিধে নিতে পারাটাও খুব গুরুত্বপূর্ণ।’’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কোহলির এরপরের প্রশ্ন ছিল, বড় ইনিংস খেলার সময় মাথায় কী চিন্তাটা ঘোরে ৷ মনে মনে কী ভাবেন ? যাতে ময়াঙ্কের উত্তর, ‘‘প্রত্যেক ক্রিকেটারের জীবনে খারাপ-ভাল সময় চলতেই থাকে ৷ যখন রানের মধ্যে থাকি, তখন সেই ছন্দটা ধরে রাখার কথাই ভাবি ৷ দলকে ভাল জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ যখন আছে, তখন তা কাজে লাগাতেই হয় ৷ সবসময় দলের কথা ভেবেই খেলতে হয় ৷ সেই সঙ্গে ফিটনেসের বিষয়টাও গুরুত্বপূর্ণ ৷ ’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
দলের প্রয়োজনের সময় ডাবল সেঞ্চুরি করতে পেরে আরও ভাল লাগছে: ময়াঙ্ক