ময়াঙ্কের কাছে কোহলির প্রশ্ন ছিল, দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করার পর অনুভূতি কেমন ? ময়াঙ্কের উত্তর, ‘‘ অবশ্যই দারুণ ৷ কিন্তু টিমের প্রয়োজনের সময় এই রানটা করতে পেরে আরও ভাল লাগছে ৷ ওপেনার হিসেবে পরিবেশ, পরিস্থিতি বড় রান করার অনুকূল হলে তার সুবিধে নিতে পারাটাও খুব গুরুত্বপূর্ণ।’’
কোহলির এরপরের প্রশ্ন ছিল, বড় ইনিংস খেলার সময় মাথায় কী চিন্তাটা ঘোরে ৷ মনে মনে কী ভাবেন ? যাতে ময়াঙ্কের উত্তর, ‘‘প্রত্যেক ক্রিকেটারের জীবনে খারাপ-ভাল সময় চলতেই থাকে ৷ যখন রানের মধ্যে থাকি, তখন সেই ছন্দটা ধরে রাখার কথাই ভাবি ৷ দলকে ভাল জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ যখন আছে, তখন তা কাজে লাগাতেই হয় ৷ সবসময় দলের কথা ভেবেই খেলতে হয় ৷ সেই সঙ্গে ফিটনেসের বিষয়টাও গুরুত্বপূর্ণ ৷ ’’
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2019 8:59 AM IST