বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলকে হারিয়ে দিয়েছে ভারতের অনূর্ধব ১৯-এ দল। ভারতের জুনিয়র লেভেলের ক্রিকেটও কতটা উন্নত তার প্রমাণ এই জয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সিরিজ খেলছে ভারতের অনূর্ধ্ব ১৯ এ দল, বি দল ও বাংলাদেশে অনূর্ধ্ব ১৯ দল এবং ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দল। সেই ম্যাচেই বাংলাদেশকে ৯২ রানের লজ্জার হারের স্বাদ দিয়েছে ভারতের অনূর্ধ্ব ১৯-এ দল।
advertisement
ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৩১৭ রান করে জুনিযর ভারতীয় দল। বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করে ভারতীয় ব্যাটাররা। জবাবে রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপ বাড়ে বাংলাদেশের উপর। ২২৫ রানে অলআউট হয়ে যায় ওপার বাংলার দল। ৯২ রানে ম্যাচ জেতে ভারত।
জুনিয়র ক্রিকেটে এই জয় হলেও ভারতীয় নেটিজেনরা এই জয়কে বড় জয় হিসেেবই দেখেছ। ভারত বিশ্বকাপে ফাইনালে হারের পর যে উৎসবে মেতেছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানেদের একাংশ তাদের এই জয় যোগ্য জবাব বলছেন ভারতীয় ফ্যানেরা।