খেলা শেষে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হাতে বিরাট কোহলি বলেন, ‘‘ খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ম্যাচ হল আজ ৷ ব্যাট হাতে আরেকটা ভাল দিন গেল ৷ যখন ব্যাট করতে নেমেছিলাম, প্রচণ্ড চাপের মধ্যেও বল ভালই ব্যাটে লাগছিল ৷ আমি এখন খুশি ৷ কোনও কিছুর সঙ্গে তুলনা করছি না ৷ আগে যা হয়েছে, তা হয়ে গিয়েছে ৷ যখনই জেনেছিলাম বিশ্বকাপ হচ্ছে অস্ট্রেলিয়ায়, আমি সেইমতোই প্রস্তুতি নিয়েছিলাম ৷ আমি জানতাম ভাল ক্রিকেটীয় শট খেলতে পারলেই ভাল হবে ৷ অস্ট্রেলিয়ায় আগে খেলার অভিজ্ঞতাই কাজে লাগত ৷ আমি এই অ্যাডিলেডে খেলতে খুব ভালবাসি ৷ এখানে নেটে ব্যাটিং করার পাশাপাশি মাঠে নামলেই নিজের বাড়ির মতো মনে হয় ৷ এমসিজি-র ইনিংস ছিল স্পেশ্যাল ৷ কিন্তু এখানেও যখন আসি, আমি অত্যন্ত এনজয় করি ব্যাট করতে ৷ ’’
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2022 6:40 PM IST