প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন নিয়েছিলেন কুলদীপ যাদব। দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। সেখানে রবিচন্দ্র অশ্বিন নিয়েছিলেন পুরো ম্যাচে ১ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়েছিলেন অক্ষর প্যাটেল। কিন্তু দ্বিতীয় টেস্টে দল যখন তৃতীয় পেসার খেলানোর সিন্ধান্তের পথে হাঁটল তখন ছাঁটাইয়ের খাতায় নাম উঠল সেই কুলদীপ যাদবের।
advertisement
এই প্রসঙ্গে এই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক কেএল রাহুল বলেন,'কুলদীপকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা কঠিন ছিল। প্রথম সেশনে উইকেট একটু ভিজে থাকবে বলে মনে হয়। শুরুতে উইকেট তুলে নেওয়াটা জরুরি। সেই কারণেই কুলদীপের বদলে উনাদকাটকে নেওয়া হয়েছে। তবে স্পিনার হিসাবে অশ্বিন আর অক্ষর তো রয়েছে। উনাদকাটকে নেওয়ায় ভারসাম্য বাড়বে।' কিন্তু গত ম্যাচে ৮ উইকেট পাওয়ারপর কুলদীপ যাদবকে বাদ নেওয়া প্রশ্ন তুলেছেন অনেকেই।
আরও পড়ুনঃ বিশ্বকাপে মেসির পোশাক তৈরি করেছে বাংলাদেশ! হঠাৎ কেন এমন জল্পনা
প্রসঙ্গত, দ্বিতীয় টেস্টে দুরন্ত শুরু করেছে ভারতীয় দল। মীরপুরে ভারতীয় বোলারদের দাপটে আরও একবার ধরাশায়ী বাংলাদেশের ব্যাটিং লাইন। মীরপুর টেস্টের প্রথম দিনে ২২৭ রান অলআউট হয়ে শাকিব আল হাসানের দল। মমিনুল হক ৮৪ রানের লড়াকু ইনিংস না খেললে লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত বেঙ্গল টাইগার্সদের। ভারতে হয়ে ৪টি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব। ২টি উইকেট নেন জয়দেব উনাদকাট। দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৯।