চেন্নাইতে টস ভাগ্য সাথ দিল না ভারত অধিনায়ক রোহিত শর্মার। পিচে আদ্রতা থাকায় ও আকাশ কিছুটা মেঘলা থাকায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নতুন বলে প্রথম থেকেই ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলতে থাকে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদরা। পঞ্চম ওভারের পর থেকে একে-একে উইকেট পড়া শুরু ভারতের।
advertisement
৬ রান করে মাহমুদের শিকার হন অধিনায়ক রোহিত শর্মা। শুভমান গিল খাতা না খুলেই বাজে বলে উইকেট দিয়ে বসেন মাহমুদকে। বিরাট কোহলির পুরনো রোগ এদিন ফের দেখা গেল চেন্নাই টেস্টে। অফ স্টাম্পের অনেক বাইরের বল ড্রাইভ মারতে গিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ আউট হন। মাহমুদের তৃতীয় শিকার হন বিরাট। এরপর যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ মিলে দলকে টানেন। ঠান্ডা মাথায় ব্যাটিং করে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। লাঞ্চ পর্যন্ত ভারতের স্কোর ছিল ৮৮ রানে ৩ উইকেট।
পন্থ-যশস্বীর জুটি কিছু সময়ের জন্য ভরসা দিয়েছিল। মনে করা হয়েছিল প্রথম সেশনের ফাঁরা কেটে গিয়েছে। কিন্তু লাঞ্চের পর ফের আঘাত হানেন হাসান মাহমুদ। ৩৯ রান করে বাংলাদেশি পেসারের চতুর্থ শিকার হন পন্থ। ৪ উইকেটে হারিয়ে চেন্নাই টেস্টে চাপে টিম ইন্ডিয়া।