করণ জোহরের ‘Koffee with Karan’ শো -তে এসে একেবারে বিতর্কের ঝড় তুলে দিয়েছেন হার্দিক পান্ডিয়া ও কেএল রাহুল ৷ পরিস্থিতি এতটাই ঘোরালো যে নির্বাসনের শাস্তি যেকোনও মুহূর্তে নেমে আসতে চলেছে এই দুই ক্রিকেটারের ওপর ৷
হার্দিক পান্ডিয়া খেলতে না পারলেও কোনও চাপ হবে না ভারতীয় ক্রিকেট দলের জন্য এমনটা পরিষ্কার জানিয়ে দিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তবে একেবারে ওঁদের কী হওয়া উচিত তা নিয়ে কিছু বলতে নারাজ কোহলি ৷
advertisement
শনিবার থেকে সিডনিতে তিন ম্যাচের সিরিজ শুরু হচ্ছে ৷ কোহলি বলেছেন, ‘‘আমরা ওয়েস্টইন্ডিজ বিরুদ্ধে ফিঙ্গার স্পিনার নিয়ে খেলেছি তাই এটা ভালো জাডেজার মতো অলরাউন্ডার আমাদের আছে ৷যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে চিন্তা নেই ৷ ’’
আরও পড়ুন - AFC Asian Cup 2019: একাধিক গোলের সুযোগ নষ্ট, আমিরশাহীর বিরুদ্ধে লড়ে হার ভারতের
তিনি আরও বলেছেন, ‘‘ আমরা দল হিসেবে চিন্তিত নই(হার্দিক পান্ডিয়া ইস্যু) কারণ আপনাকে সবসময়েই দলের ব্যালান্স রাখার জন্য আপনাকে এরকম কিছু করতেই হয় ৷ ’’
বিরাট এও জানিয়ে দিয়েছেন দলের কম্বিনেশন বদলেও পারফরম্যান্সে কোনও প্রভাব পড়বে বলে তিনি মনে করেন না ৷