TRENDING:

India vs Australia: বিশ্বকাপের পরই মহাচমক! নতুন অধিনায়ক পেল টিম ইন্ডিয়া, অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বিসিসিআইয়ের

Last Updated:

Suryakumar Yadav New Captain Of Team India: বিশ্বকাপের ফাইনালের চার দিনের মধ্যেই ফের মাঠে নামছে টিম ইন্ডিয়া। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণায় বড় চমক দিল বিসিসিআই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বিশ্বকাপের ফাইনালের চার দিনের মধ্যেই ফের মাঠে নামছে টিম ইন্ডিয়া। আগামি ২৩ নভেম্বর থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজে বিশ্বকাপ ফাইনাল হারের জ্বালা মিটিয়ে নেওযার সুযোগ থাকবে মেন ইন ব্লু-দের কাছে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণায় বড় চমক দিল বিসিসিআই।
নতুন অধিনায়ক পেল টিম ইন্ডিয়া
নতুন অধিনায়ক পেল টিম ইন্ডিয়া
advertisement

১৫ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সদ্য সমাপ্ত বিশ্বকাপে যেই সূর্যকুমার যাদবের পারফরম্যান্স নিয়ে এত প্রশ্ন উঠেছে, তাকেই অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে। বিশ্বকাপের দল থেকে মোট ৩ জন ক্রিকেটার রয়েছে অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজে। সূর্যকুমার যাদব ছাড়া অপর দুই ক্রিকেটার হলেন ঈশান কিশান ও প্রসিদ্ধ কৃষ্ণা। বাংলা থেকে দলে রয়েছেন মুকেশ কুমার ও কেকেআরের রিঙ্কু সিং রয়েছে স্কোয়াডে।

advertisement

প্রসঙ্গত, বিশ্বকাপে যে সাতটি ম্যাচ সুূর্যকুমার যাদব খেলেছেন তাতে তাঁর স্কোর ২, ৪৯, ১২, ২২, ২, ১ ও ১৮। ৭ ইনিংসে সূর্যকুমার যাদব করেছেন ১০৬ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৯ রানের ইনিংস ছাড়া বলার মত কোনও ইনিংস গোটা বিশ্বকাপে খেলতে পারেননি তথাকথিত মিস্টার ৩৬ ডিগ্রির। টি-২০ ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার হলেও, বিশ্বকাপে ব্যর্থতার পর তাকেই অধিনায়ক করায় নানা মহলে উঠছে প্রশ্ন। তবে বিসিসিআই এই সিদ্ধান্তে বুঝিয়ে দিল সূর্যে তাদের আস্থা অটুট। সব মিলিয়ে বিশ্বকাপের পরই নতুন অধিনায়ক পেল ভারত।

advertisement

আরও পড়ুনঃ ICC World Cup 2023 Prize Money: বিশ্বকাপ জিতে কত টাকা পেল অস্ট্রেলিয়া, রানার্স হয়ে ভারতের হল কত লক্ষ্মীলাভ, টাকার অঙ্ক জানলে অবাক হবেন

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), ঈশান কিশান, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান এবং মুকেশ কুমার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
India vs Australia: বিশ্বকাপের পরই মহাচমক! নতুন অধিনায়ক পেল টিম ইন্ডিয়া, অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বিসিসিআইয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল