TRENDING:

India vs australia: কেদার-ভুবির ব্যাটে ২০০ টপকালো ভারত

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : পরপর উইকেট পরার দাপটে যখন অতি বড় ভারত সমর্থকও ভাবতে শুরু করেছিলেন ম্যাচটা একদম ল্যাজে গোবরে হয়ে হারবে ভারতো ৷ঠিক তখনই হাল ধরলেন দুই তরুণ ৷ কেদার যাদব ও ভুবনেশ্বর কুমার ৷ দু‘জনের ব্যাটে ভর দিয়ে ২০০ রানের গন্ডি ইতিমধ্যেই পেরিয়েছে টিম ইন্ডিয়া ৷ পাশাপাশি সপ্তম উইকেটে ৭০ রানের পার্টনারশিপও করে ফেলেছেন তাঁরা ৷
advertisement

মোহালিতে ফর্মের ধার দেখিয়েছিলেন রোহিত শর্মা ৷ পঞ্চম একদিনের ম্যাচেও সেই রোহিতের ব্যাটই ভরসা যোগাচ্ছে ৷ একদিকে যখন একের পর এক উইকেট পড়ছে তখন রোহিতের নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করে নিলেন ৷ ৭৩ বলে ৫০ করলেন তিনি ৷ কিন্তু ওই টুকুই ৫৬ রানে শেষ হয়ে যায় রোহিত শর্মার ইনিংস ৷ তাঁর আগেই অবশ্য প্যাভিলিয়নের রাস্তা ধরেছিলেন বিজয় শংকর ৷ তিনি ১৬ রান করে আউট হয়ে যান ৷  এরপরেই ০ রানে আউট হয়ে যান রবীন্দ্র জাডেজা ৷ ফলে ৯১ রানে ৩ উইকেট থেকে ৬ উইকেটে ১৩২ রান হয়ে যায় ৷

advertisement

ঋষভ পন্থ বিশ্বকাপের আগে শেষ সুযোগটা কাজে লাগাতে পারলেন না ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম একদিনের ম্যাচে উইকেটের পিছনে গড় পারফরম্যান্সের পর ব্যাট হাতেও পারলেন না ৷ মাত্র ১৬ রানে লিঁওর বলে আউট হয়ে যান তিনি ৷

ফ্লপ ক্যাপ্টেন কোহলি ৷ মাত্র ২০ রানেই প্যাভিলিয়নের রাস্তা ধরলেন ভারত অধিনায়ক ৷ শিখর তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার পর রোহিতের সঙ্গে জুটি বেঁধে বিরাট কিছু করে দেখাবেন এমনটাই মনে করা হয়েছিল ৷ কিন্তু কোনও লাভের লাভ হল না ৷ স্টোয়েনিসের শিকার হলেন তিনি ৷

advertisement

আরও পড়ুন -দোলের দিন কেমন থাকবে আবহাওয়া ? জানিয়ে দিল আবহাওয়া দফতর

জয়ের জন্য প্রয়োজন ২৭৩ তাড়া করতে নেমে তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরলেন শিখর ধাওয়ান ৷ এদিন তাঁর স্কোর ১২ ৷ গত ম্যাচে শতরান করে নিজের খারাপ ফর্মের ওপর প্রলেপ দিয়েছিলেন ৷ এই ম্যাচে আবার সেই নিজের পুরোন রোগেই ধরা পড়লেন তিনি ৷ এদিন শিখর আউট হলেন প্যাট কামিন্সের বলে ৷

advertisement

ভারত বনাম অস্ট্রেলিয়া পঞ্চম একদিনের ম্যাচে শুরুটা মারাত্মক করলেও বোলারদের দাপটে ৩০০-র গন্ডি টপকাতে পারল না অস্ট্রেলিয়া ৷ ৫০ ওভারে ৯ উইকেটে ২৭২ রান করল তারা ৷ ভারতের হয়ে সফলতম বোলার ভুবনেশ্বর কুমার তিনি পেয়েছেন ৩ উইকেট ৷ মহম্মদ শামি ও রবীন্দ্র জাডেজা ২ টি করে উইকেট নেন ৷ অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ স্কোর উসমান খোওয়াজা-র ৷

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
India vs australia: কেদার-ভুবির ব্যাটে ২০০ টপকালো ভারত