ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ম্যাথিউ ওয়েড। এদিন ভারতীয় টপ অর্ডারে শ্রেয়স আইয়ার ছাড়া আর কেউ রান পাননি। নিরাশ করেন ঋতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল রিঙ্কু সিংরা। তবে শ্রেয়স আইয়ারের লড়াকু ৫৩ রানের ইনিংস খেলেন। ৩১ রান করেন অক্ষর প্যাটেল ও ২৪ রান করেন জিতেশ শর্মা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮উইকেট হারিয়ে ১৬০ রানে করে ভারত।
advertisement
রান তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি অস্ট্রেলিয়ারও। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। বেন ম্যাকডেরমট ৫৪ রানের ইনিংস খেলে। এছাডডা ট্রেভিস হেড করেন ২৮ রান। শেষের দিকে ম্যাথিউ ওয়েড ২২ রান করে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
আরও পড়ুনঃ Shubman Gill Net Worth: এত কম সময়ে এত টাকা! শুভমান গিলের সম্পত্তির পরিমাণ জানলে চমকে যাবেন
এদিন ভারতের হয়ে দুরন্ত বোলি করেন বাংলার মুকেশ কুমার। ৩টি উইকেট নেন তিনি। হ্যাটট্রিক করার সুযোগ ছিল বাংলার পেসারের সামনে। এছাড়া ২টি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও অর্শদীপ সিং। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১০ রান। মাত্র ৩ রান দেন তিনি।