বুধবার ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দেন কোহলির মোহালিতে না খেলার কথা। টিম ইন্ডিয়ার হেড স্যার বলেন, “প্রথম টি-টোয়েন্টিতে বিরাট খেলবে না। ব্যক্তিগত কারণে বৃহস্পতিবার খেলতে পারছে না ও।” তবে বিরাট কোহলির না খেলার ব্যক্তিগত কারণটা ঠিক কী তা খোলাসা করে বলেননি রাহুল দ্রাবিড়।
advertisement
আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ভারতীয় দল থেকে বাদ ৫ মহাতারকা! টিম ইন্ডিয়া দিতে পারে মহাচমক
বিরাট কোহলি না খেললেও মোহালিতে আফগানদের বিরুদ্ধে প্রথম টি-২০-তে রোহিত শর্মা যে খেলবেন এবং দলকে নেতৃত্ব দেবেন তা জানিয়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের আগে এই ৩ ম্যাচের সিরিজই ভারতের শেষ আন্তর্জাতিক টি-২০ সিরিজ। ফলে প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল হলেও এই সিরিজের গুরুত্ব কোনও অংশে কম নয় ভারতের কাছে।