আরও ভারত বনাম আফগানিস্তান টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচ টি-২০ বিশ্বকাপের আগে ভারতের শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। এরপর সোজা বিশ্বকাপের মঞ্চে নামবে টিম ইন্ডিয়া। ফলে আফগানদের বিরুদ্ধে শেষ ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জোর জল্পনা। সকারণ সিরিজ জিতে যাওয়ার এদিনের ম্যাচে দলে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পেতে নিজেদের প্রমাণ করার শেষ সুযোগ পাবেন বেশ কয়েক জন তরুণ ক্রিকেটার।
advertisement
তৃতীয় টি-২০ ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন ও তিলক বর্মা। সেক্ষেত্রে এদিন বাইরে থাকতে হতে পারে জিতেষ শর্মা ও রিঙ্কু সিং। এছাড়া রবি বিষ্ণোইয়ের জায়গায় দলে ফিরতে পারেন কুলদীপ যাদব। এছাড়া মুকেশ কুমারের জায়গায় দলে সুযোগ পেতে পারেন আভেশ খান। এছাড়া রোহিত শর্মা প্রথম ২ ম্যাচে রান পাননি। বুধবার রানে ফিরতে মরিয়া ভারত অধিনায়ক। কোহলির কাছে বড় ইনিংস দেখার অপেক্ষায় রয়েছে ফ্যানেরা।
তৃতীয় টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, বিরাট কোহলি, শিবম দুবে, তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আবেশ খান, আর্শদীপ সিং।
তৃতীয় টি-২০ ম্যাচে আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, করিম জনত, গুলাবদিন নইব, নুর আহমেদ, ফজলহক ফারুকি, নবীন উল হক, মুজিব উর রহমান।