২০১০-এ ভারত ছিল ১৩৭ নম্বরেই ৷ তরপর ক্রমেই অবনতি ৷ ফের একবার স্টিফেন কনস্ট্যানটাইনের শিষ্যরা ১১ ধাপ এগিয়ে এই স্থান পেয়েছে৷ গত সেপ্টেম্বর প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোকে ৪-১ হারিয়েছিল ভারত৷ যার ফলে ২৩০ পয়েন্ট পেয়ে গত অক্টোবরেই চার ধাপ এগিয়ে ১৪৮-এ এসেছিল ভারত৷ ২০১৫-র এপ্রিলের পর ভারত এই প্রথম ফিফার তালিকায় ১৫০-র মধ্যে এসেছিল ৷ এবার সেটার আরও উন্নতি ঘটিয়ে ১৩৭ নম্বরে সুনীলরা ৷
advertisement
শেষ কয়েক মাস সুনীলদের পারফরম্যান্স বেশ ভালে ৷ ২০১৯ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাইং প্লে-অফে সুনীলরা লাওসকে ৭-১ হারিয়েছিল ৷ তখন টিম ইন্ডিয়া ১১ ধাপ এগিয়ে ১৫২-তে আসে ৷ পুয়ের্তো রিকোকে হারানোয় ভারতের সংগ্রহে এসেছে ২১৯ পয়েন্ট ৷ কোচ কনস্ট্যানটাইনের মতে, ‘ দ্বিতীয়বারের জন্য যখন ভারতের দায়িত্ব নিয়েছিলাম, তখনই মাথায় ছিল ভারতের ফিফা র্যাঙ্কিং উন্নতি করতে হবে ৷ এখনও পর্যন্ত সেই রেজাল্টটাই পাচ্ছি৷ এটা পরিস্কার যে আমরা সফল হয়েছি৷’’