ঋষভ পন্তের কিপিং করার সম্ভাবনা এখন ৫০-৫০। কেএল রাহুলও কিপিং করতে অনীহা প্রকাশ করেছেন, যার ফলে ধ্রুব জুরেলকে প্রথম একাদশে নেওয়ার পরিকল্পনা চলছে। এই পরিস্থিতিতে করুণ নায়ারকে বাদ দিয়ে জুরেলকে তিন নম্বরে খেলানো হতে পারে। অর্থাৎ, একাদশে দেখা যেতে পারে তিনজন কিপার — রাহুল, পন্ত এবং জুরেল — যারা তিনজনই ব্যাট করতে সক্ষম, ফলে অলরাউন্ড ভূমিকা পালন করতে পারেন।
advertisement
চতুর্থ পেসার হিসেবে শার্দুল ঠাকুরের দলে ফেরা প্রায় নিশ্চিত, কারণ তিনি ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই কার্যকর। রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর থাকছেন বাকি অলরাউন্ড অপশন হিসেবে। অলরাউন্ড শক্তি বাড়িয়ে দল ভারসাম্য রক্ষা করতে চাইছে, বিশেষ করে এমন কন্ডিশনে যেখানে পেস ও স্পিন উভয়ই কার্যকর হতে পারে।
আরও পড়ুনঃ IND vs ENG: আর কোনও উপায় নেই! ইংরেজদের হারাতে ম্যাঞ্চেস্টারে ‘গোপন অস্ত্র’ নামাচ্ছে ভারত!
চোটের কারণে আকাশদীপ বাদ পড়তে পারেন এবং তাঁর জায়গায় সাই সুদর্শনের প্রত্যাবর্তন হতে পারে। সব মিলিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের একাদশ হতে চলেছে অনন্য এবং কৌশলগতভাবে সাহসী। তবে শেষ পর্যন্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রথম একাদশ নির্বাচনে কোন সিদ্ধান্ত চূড়ান্তভাবে নেয় সেদিকেই তাকিয়ে সকলে।
এক ঝলকে দেখে নিন চতুর্থ টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), ঋষভ পন্ত, সাই সুদর্শন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ