TRENDING:

লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, শ্রীলঙ্কা বধের পর যা যা বললেন রোহিত শর্মা

Last Updated:

ঋষভ পন্থের (Rishabh Pant) উচ্ছ্বসিত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে গেমচেঞ্জার হিসেবে বর্ণনা দিয়েছেন রোহিত শর্মা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ভারতীয় ক্রিকেট দলের লম্বা সময়ের টার্গেট দিল৷ রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championships) ফাইনালের জন্য খেলবে ভারতীয় দল৷  পাশাপাশি ঋষভ পন্থের (Rishabh Pant) উচ্ছ্বসিত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে গেমচেঞ্জার হিসেবে বর্ণনা দিয়েছেন৷ কয়েক মিনিটের মধ্যেই খেলার ধরণে ঘুরিয়ে দিতে পারেন ঋষভ পন্থ এমনটাই মত ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার৷
india eyes long term target to reach wtc final rohit sharma praises rishabh pant- Photo- AP
india eyes long term target to reach wtc final rohit sharma praises rishabh pant- Photo- AP
advertisement

রোহিত শর্মা আরও জানিয়েছেন ঋষভ পন্থকে বুঝিয়ে দেওয়া হয়েছে ম্যাচের পরিস্থিতিকে মান্যতা দিয়ে খেলতে হয় আর এই কথা মেনেই নিজের খেলায় আরও উন্নতি করেছেন পন্থ৷

ম্যাচের শেষে  সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ‘‘আমরা জানি ও ব্যাট করতে পারে আমরা ওকে স্বাধীনতা দিতে চাই ও যেভাবে ব্যাট করতে চায় করুক৷ তবে ম্যাচের পরিস্থিতিও মাথায় রাখুক ম্যাচটা কোথায় যাচ্ছে , আমরা ওকে সেটা বুঝিয়েছে আমরা গেমপ্ল্যানের সঙ্গে মিলিয়ে খেলতে বলেছি৷ ’’

advertisement

🗣️ 🗣️ #TeamIndia captain @ImRo45 speaks about the experience and learnings on leading the side for the first time in a Test series. 👍 👍#INDvSL | @Paytm pic.twitter.com/41EuDxyDrG

তিনি আরও বলেন, ‘‘গেমপ্ল্যান অনুযায়ি তিনি ভাল থেকে আরও ভাল হয়ে উঠছেন৷ কখনও কখনও মনে হয়ে মাথায় আঘাত করে বলি এই শটটা ও কেন খেলল? তারপরেও আমরা সব সময়ে মনে রাখি ওকে ওর মতো করেই গ্রহণ করতে হবে৷

advertisement

রোহিত বলেন ও ব্যাট করলেই খেলায় সঙ্গে সঙ্গেই তার প্রভাব পড়ে৷ ও যেখানে খেলতে চায় সেখানে ছেড়ে দেওয়া হয়৷

তিনি আরও বলেন, ‘‘আমার দেখা ওর উইকেট কিপিং সেরা৷ যখন ইংল্যান্ড এসেছিল তখন ও ভাল উইকেট কিপিং করেছেন৷ ওর উইকেটকিপিং দিনে দিনে উন্নতি করছে৷ আমি এটা নিয়ে খুব খুশি৷ ’’

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

‘‘ ও ডিআরএসে খুব ভাল কল নেয় , আমরা সকলেই জানি ডিআরএস কল লটারির মতো আমি ওকে ম্যাচের বিভিন্ন দিকে নজর দিতে বলেছি৷ ডিআরএস কল সবসময় সঠিক হয় না৷ ডিআরএস নিয়ে কখনও কখনও হবে যখন তুমি ভুল সিদ্ধান্ত নেবে কিন্তু ঠিক আছে৷ ’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, শ্রীলঙ্কা বধের পর যা যা বললেন রোহিত শর্মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল