কমনওয়েলথ স্পোর্টের নির্বাহী বোর্ড ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের প্রস্তাবিত আয়োজক শহর হিসেবে ভারতের আহমেদাবাদের নাম সুপারিশ করার সিদ্ধান্ত নিশ্চিত করে। ২০১০ সালে ভারতের রাজধানী দিল্লিতে CWG আয়োজিত হয়েছিল। জানানো হয়, আমদাবাদে কমনওয়েলথ গেমস হবে কি না তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ২৬ নভেম্বর ২০২৫ তারিখে গ্লাসগোতে কমনওয়েলথ স্পোর্ট জেনারেল অ্যাসেম্বলিতে। কমনওয়েলথ স্পোর্ট ইভ্যালুয়েশন কমিটির তত্ত্বাবধানে বিভিন্ন প্রক্রিয়া পর আমদাবাদকে সুপারিশ করা হয়। ভারতের আহমেদাবাদ ছাড়াও নাইজেরিয়ার আবুজা কমনওয়েলথ গেমস আয়োজনের তালিকায় ছিল।
advertisement
২০৩০ কমনওয়েলথ গেমস এই প্রতিযোগিতার ১০০ বছর। ১৯৩০ সালে কানাডার হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়েছিল প্রথম কমনওয়েলথ গেমস, তাই শতবর্ষে ভারতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে, এ যেন এক ইতিহাস। গ্লাসগো ২০২৬ দ্রুত এগিয়ে আসছে। তারপরেই প্রস্তুতি শুরু হবে ২০৩০-এর।
