আর্শদীপের এই ইনজুরির কারণে ভারতীয় দলের পেস আক্রমণে বড় ধাক্কা লেগেছে। দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেছেন, “সেটা কেবল একটি কাটা, কিন্তু কতটা গভীর তা গুরুত্বপূর্ণ। মেডিকেল টিম তাঁকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। কতটা গুরুতর সেই ক্ষত তা নির্ধারণ করবে পরবর্তী পরিকল্পনা।” এই পরিস্থিতিতে অর্শদীপের খেলায় ফেরা এখন অনেকটাই অনিশ্চিত।
advertisement
এদিকে, দলের আরেক পেসার আকাশ দীপকেও চতুর্থ টেস্টে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তৃতীয় টেস্টের চতুর্থ দিনে তিনি মাঠে হালকা চোট অনুভব করে ড্রেসিং রুমে ফিরে যান। তাঁর কুঁচকির পুরোনো ইনজুরি আবার ফিরে এসেছে বলে মনে করা হচ্ছে, যা তাঁকে আগেও অস্ট্রেলিয়া সফর এবং আইপিএল ২০২৫-এ খেলতে দেয়নি।
এই দুই পেসারের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দলে ডাকা হয়েছে ২৪ বছর বয়সী হরিয়ানার তারকা পেসার অংশুল কম্বোজকে। ম্যানচেস্টারে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজ নির্ধারণী চতুর্থ টেস্ট শুরুর আগে হঠাৎ করে দলের ইনজুরি সমস্যা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে দুটি তিনদিনের ম্যাচে অংশ নিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন। হরিয়ানার হয়ে তিনি ২৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৭৯টি উইকেট নিয়েছেন, এবং তাঁর লাইন, লেন্থ ও গতি সকলকে মুগ্ধ করেছে।
বোর্ডের একটি সূত্র জানিয়েছে, “অর্শদীপের ইনজুরি দীর্ঘ সময় নিতে পারে, তাই নির্বাচকরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাম্বোজকে দলে যোগ দিয়েছেন।” চতুর্থ টেস্টে ভারতীয় দলের পেস আক্রমণে নতুন মুখ হিসেবে কাম্বোজ কীভাবে নিজেকে তুলে ধরেন, সেটাই এখন দেখার বিষয়। প্রথম একাদশে জায়গা পেলে সারপ্রাইজ হতে পারে প্রতিপক্ষও।