এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত ৷ ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে ভারতীয় মেয়েরা৷ এদিন যস্তিকা ভাটিয়া ছাড়া সফল টপ অর্ডারের বাকি ব্যাটসম্যানরা৷ স্মৃতি মন্ধানা ৭১, শাফালি ভর্মা ৫৩, মিতালি রাজ ৬৮, এবং হরমনপ্রীত কউর ৪৮ রান করেন৷
এদিনের অর্ধশতরানের ফলে মিতালি রাজ এক অভিনব রেকর্ডের মালিক হলেন৷ তিনি সবচেয়ে কম বয়সে অর্ধশতরান করা এবং সবচেয়ে বেশি বয়সে অর্ধশতরান করা মহিলা ক্রিকেটার হন৷
advertisement
আরও পড়ুন- IPL 2022: ‘ছদ্মবেশে ধোনি নাকি’ শেলডন জ্যাকসনকে দেখে মন্তব্য সচিনের, ভাইরাল ভিডিও
এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে মাসবাটা ক্লাস এবং শাবনিম ইসমাইল ২ টি করে উইকেট নেন৷
এদিকে রান তাড়া করতে নেমে ভালই লড়াই করে ৷ শুরুতেই ওপেনার লিজ লি-কে রানআউট করে দেন৷ কিন্তু এরপর লউরা , লারা জুটি বেঁধে দলের স্কোর এগিয়ে নিয়ে যান৷
ভারতের হয়ে সফল বোলার রাজেশ্বরী গায়কোয়াড়, হরমনপ্রীত কউর ২ টি করে উইকেট নেন৷
কিন্তু দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারের পেরেজ -কাপরা সকলেই দলকে লড়াকু ব্যাটিং দিয়ে জয় এনে দেন৷
এদিনের হারের ফলে এবারের মত মহিলা ক্রিকেট বিশ্বকাপে অভিযান শেষ হয়ে গেল ভারতীয় মহিলা দলের৷
বাংলাদেশের বিরুদ্ধে ইংল্যান্ড খারাপভাবে হারলে নেট রানরেটে এগিয়ে যেতে পারত ভারত কিন্তু তা না হওয়ায় সেমিফাইনালে আর যাওয়া হল না ভারতের৷