TRENDING:

Ind W vs NZ W: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় হার দিয়ে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু ভারতের

Last Updated:

Ind W vs NZ W: বিশ্রী হার দিয়ে শুরু ভারতীয় মেয়েদের, ব্যাটে-বলে পর্যুদস্ত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Ind W vs NZ W: মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভাল হল না হরমনপ্রীত – স্মৃতিদের৷ শুক্রবার দুবাইতে ভারত এবারের মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিং পায়৷ এদিনের ম্যাচে নিউজিল্যান্ডের করা ১৬০ রানের জবাবে মাত্র ১০২ রানেই প্যাক আপ হয়ে যায়৷ ফলে ৫৮ রানে হারল তারা৷
ভারতকে হারিয়ে অভিযান শুরু নিউজিল্যান্ডের- Photo Courtesy- X Account
ভারতকে হারিয়ে অভিযান শুরু নিউজিল্যান্ডের- Photo Courtesy- X Account
advertisement

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড৷ ২০ ওভারে ৪ উইকেটে ১৬০ রান করে কিউয়ি মহিলারা৷ নিউজিল্যান্ডের হয়ে সোফি ডিভাইন দলের হয়ে সর্বোচ্চ রান করেন৷ ৩৬ বলে ৫৭ রান করেন তিনি৷ এছাড়া জর্জিয়া প্লিমার  ও সুজি বেটস ৩৪ ও ২৭ রান করেন৷

ভারতের রেনুকা সিং সর্বাধিক ২ টি উইকেট নেন এছাড়া অরুন্ধতী রেড্ডি ও আশা শোভনা একটি করে উইকেট নেন৷

এদিকে রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে মহিলা টিম ইন্ডিয়া৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দলের হয়ে অধিনায়ক হরমনপ্রীত কউর সর্বোচ্চ ১৫ রান করেন৷ অর্থাৎ এটাই বুঝিয়ে দিচ্ছে পুরো স্কোরবোর্ডটাই নড়বড়ে৷ দীপ্তি শর্মা ও জেমিমা রডরিগেজ ১৩ করে রান করেন, এছাড়া স্মৃতি মন্ধানা ও রিচা ঘোষ দুজনেই ১২ রান করেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ind W vs NZ W: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় হার দিয়ে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল