২০০৬ সালের ভারত বনাম ওয়েস্টইন্ডিজ সিরিজে ৫ টি একদিনের ম্যাচ খেলা হয়েছিল৷ সেখানে ভারতকে ৪-১ হারিয়েছিল ওয়েস্টইন্ডিজ৷ এরপর ভারত ৪ বার ওয়েস্টইন্ডিজ সফরে গিয়েছিল৷ ২০০৯, ২০১১, ২০১৭, ২০১৯ এ ভারত সেখানে গিয়ে কখনও হেরে আসেনি৷ শেষবার ২০১৯ এ তিনটি ওয়ান ডে সিরিজে তারা ২-০ জিতেছিল৷ এই বার ফেব্রুয়ারিতে ওয়েস্টইন্ডিজ ভারত সফরে এসেছিল৷ আর টি টোয়েন্টি এবং একদিনের সিরিজ দুটিতেই ক্লিন স্যুইপ করেছিল টিম ইন্ডিয়া৷
advertisement
আরও পড়ুন - Viral Video: মৃত্যুকে কি সামনে থেকে দেখেছেন! পাহাড়ের ভিডিও করতে করতে সাক্ষাৎ যমের মুখোমুখি
ফেব্রুয়ারিতে ক্লিন স্যুইপের বদলা কি ওয়েস্টইন্ডিজ নিতে পারবে এখন সেটাই দেখতে চাইছে ক্রিকেট বিশ্ব৷ যদিও সেই আশাও কম৷ সম্প্রতি বাংলাদেশ ওয়েস্টইন্ডিজে খেলতে গিয়ে তাঁদের হারিয়ে দিয়েছে৷
এদিকে কুইন্স পার্ক ওভালের এই খেলায় ভারতীয় ক্রিকেটাররা ঠিক কতটা ভাল খেলতে পারবেন তা অবশ্য আগাম বলা যাচ্ছে না৷ এই মাঠে ২০১৯ -র পর প্রথম খেলা হবে৷ এই পিচে ব্যাটসম্যান ও বোলার দুপক্ষই সুযোগ পান৷ তবে ওয়েস্টইন্ডিজের কোচ আশা করছেন পিচ ভালই পারফর্ম করবে৷
কুইন্স পার্ক ওভালের পিচে ভাল বাউন্স আছে৷ ম্যাচ যত এগোবে তত পিচ স্পিনারদের সহায়ক হয়ে উঠবে৷ এই মাঠে গড় রান ২৭০ থেকে ২৮০ -র আশেপাশে থাকবে৷
ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে শুক্রবার আকাশে মেঘ -রোদের খেলা চলবে৷ অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ি তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ এদিকে এদিন বৃষ্টির সম্ভবনা রয়েছে ৪০ শতাংশ৷ বৃষ্টি হলেও তার জেরে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভবনা নেই৷ হাওয়ার গতি থাকবে ৩০ কিমি প্রতি ঘণ্টা৷ ফলে ক্রিকেটারদের শিশির ব্যতিব্যস্ত করবে না৷
ভারতীয় দল এই মাঠে শেষ ৯ টি ম্যাচের ৮টি ম্যাচ জিতেছে৷ এর মধ্যে একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল৷