TRENDING:

Virat Kohli's 100th Test Match: কোহলির শততম ম্যাচে মাঠে থাকবেন না কোনও দর্শক, সিদ্ধান্ত জানাল পিসিএ

Last Updated:

পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (Punjab Cricket Association ) জানিয়ে দিয়েছে এই ম্যাচ বন্ধ দরজার পিছনে হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিসিসিআই (BCCI ) কোনও দর্শককে মাঠে থাকতে দেবে না! ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ৪ মার্চ থেকে৷ মোহালিতে হতে চলা এই টেস্ট ম্যাচে আবার বিরাট কোহলির ১০০তম টেস্ট ম্যাচ ( Virat Kohli's landmark 100th Test) ৷ কিন্তু পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (Punjab Cricket Association ) জানিয়ে দিয়েছে এই ম্যাচ বন্ধ দরজার পিছনে হবে৷
 virat kohli's 100th test match - Photo -AP
virat kohli's 100th test match - Photo -AP
advertisement

সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাম্প্রতিক কোভিড ১৯ (Coronavirus) কেসের প্রেক্ষিতে৷ মোহালি ও তার চারপাশে কোভিড ১৯ (Covid 19) কেস বেশ বেড়েছে৷ এরপরেই ভারতীয় ক্রিকেট দলের বেশিরভাগ ক্রিকেটারদের আইপিএলে বিভিন্ন দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে৷ দ্বিতীয় টেস্টে পর বায়ো বাবল ট্রান্সফার রয়েছে৷ তাই  বিরাট কোহলির ১০০তম টেস্ট ম্যাচ ( Virat Kohli's landmark 100th Test) দর্শক শূন্য হয়েই হবে৷

advertisement

পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের  কোষাধ্যক্ষ আর পি সিঙ্গলা-র মত   অনুযায়ি , ‘‘হ্যাঁ আমরা যাঁরা মাঠের কাজে দায়িত্বে থাকব তারা ছাড়া কোনও সাধারণ দর্শককে মাঠে ঢুকতে দেওয়া হবে না৷ বিসিসিআইয়ের নির্দেশিকা অনুযায়ি করা হচ্ছে৷ ’’

সিঙ্গলা আরও জানিয়েছেন, ‘‘মোহালি ও তার চারপাশে টাটকা কোভিড ১৯ কেস আসছে৷ তাই এটাই ভাল হবে যে করোনা ভাইরাসের প্রটোকল মেনে চলা৷ অবশ্যই ফ্যানরা মিস করবেন৷ কারণ মোহালিতে প্রায় ৩ বছর পরে ম্যাচ হচ্ছে৷ ’’

advertisement

যদিও পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়শন জানিয়েছে মাঠে লোক না ঢুকতে পারলেও বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচের জন্য সারা শহরে অসংখ্য বিলবোর্ড লাগানো হবে৷ যাতে বিরাট কোহলির উজ্জ্বল কেরিয়ারের মাইলস্টোন দেখানো থাকবে৷

এদিকে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘‘আমরা বড় বিলবোর্ড লাগাচ্ছি৷  আমাদের পিএসএ অ্যাপেক্স কাউন্সিল স্থির করেছে বিরাট কোহলিকে সম্বর্ধনা দেওয়া হবে৷ আমরা হয় শুরুতে নয় টেস্টের শেষ এটা করব, বিসিসিআই নির্দেশিকার ওপর ভিত্তি করে৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'রনা' ডাকাতের নাম থেকেই হয় আজকের 'রানাঘাট'! আগে নাম কি ছিল জানেন? রনা ডাকাতের পরিচয় জানুন
আরও দেখুন

বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ নিয়ে অনেক আশা ছিল৷  আস্তে আস্তে অল্প সংখ্যক দর্শক নিয়ে বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ খেলা হচ্ছিল৷ কিন্তু এরকম একটা ঐতিহাসিক ম্যাচেই করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ফের একবার কোনও দর্শককে মাঠে ঢোকার অনুমতি দিতে পারছে না বিসিসিআই৷

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli's 100th Test Match: কোহলির শততম ম্যাচে মাঠে থাকবেন না কোনও দর্শক, সিদ্ধান্ত জানাল পিসিএ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল