কলম্বোতে কি রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি, কী বলছে ওয়েদার আপডেট AccuWeather-র ওয়েদার আপডেট অনুসারে কলম্বোতে রবিবার দিন মেঘলা থাকবে৷ সকাল থেকে বিভিন্ন সময়ে ইতঃস্তত, বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি, ও বজ্র -বিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷
স্থানীয় সময় যথাক্রমে সকাল ১০টা, দুপুর ১টা, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা, স্থানীয় সময় রাত ৮টা এবং রাত ১০টাতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার দিনের অধিকাংশ সময় আকাশ মেঘলা থাকবে বলেও ওয়েদার আপডেটে জানিয়েছে৷
advertisement
এশিয়া কাপের মেগা ফাইনাল আজ কলম্বোতে৷ দু সপ্তাহের টুর্নামেন্ট ও লাগাতার ক্রিকেটের পর ফাইনালে দুই সেরা দল হিসেবে উঠেছে ভারত ও আয়োজক দেশ শ্রীলঙ্কা৷ রবিবার কলম্বোতে ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা৷
ভারত বনাম বাংলাদেশ নিয়মরক্ষার সুপার ৪ ম্যাচে দলের পাঁচ সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট৷ মেগা ফাইনালে প্রত্যাশামতোই দলে ফিরেছেন তাঁরা৷ অন্যদিকে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল। তার জায়গায় জায়গা পেয়েছেন অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর। দেখে নিন ভারতীয় দলের প্লেয়িং ইলেভেন
শ্রীলঙ্কা দলে প্রথম একাদশে চোটের কারণে একটি পরিবর্তন রয়েছে৷ দেখে নিন শ্রীলঙ্কার দল ৷
এশিয়া কাপের কথা বলতে গেলে, শ্রীলঙ্কা দল তার ১২তম ফাইনাল খেলছে। এ থেকে তার সেরা পারফরম্যান্স সম্পর্কে ধারণা পাওয়া যায়। ভারতীয় দলের এটি ১০ নম্বর ফাইনাল। পাকিস্তান দল ৫ বার ফাইনালে উঠতে পেরেছে আর বাংলাদেশ দল ৩ বার ফাইনালে উঠতে পেরেছে।