ইডেন গার্ডেন্সে ভারতের টেস্ট রেকর্ড বেশ উজ্জ্বল। ১৯৩৪ সালে এই মাঠে প্রথম টেস্ট খেলার পর থেকে ভারত মোট ৪২টি টেস্টে অংশ নিয়েছে। এর মধ্যে ১৩টি ম্যাচে জয়, ৯টি ম্যাচে পরাজয় এবং ২০টি ম্যাচ ড্র হয়েছে। এই পরিসংখ্যান বলছে, ইডেনে টেস্ট ম্যাচের ফলাফল প্রায়ই ড্রয়ে গিয়ে শেষ হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারত এখানে একাধিকবার প্রতিপক্ষকে পরাস্ত করেছে, যা দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
advertisement
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার ইডেন গার্ডেন্সে অভিজ্ঞতা অনেক সীমিত। তারা এখন পর্যন্ত এই মাঠে মাত্র তিনটি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে একটি জয় পেলেও দুটি ম্যাচে পরাজয়ের মুখে পড়েছে। অর্থাৎ, ইডেনের পিচ ও পরিবেশের সঙ্গে তাদের পরিচয় তুলনামূলকভাবে কম। ফলে এই ম্যাচে ভারত নিজেদের মাঠের সুবিধা কাজে লাগিয়ে এগিয়ে থাকবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
আরও পড়ুনঃ KKR News: একসঙ্গে বাদ ১০ জন! নিলামের আগে বড় চমক দেবে কেকেআর! তালিকায় একের পর এক তারকা!
দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও দেখা যায় হাড্ডাহাড্ডি লড়াই। এখন পর্যন্ত মোট ৪৪টি টেস্টে ভারত জিতেছে ১৬টি আর দক্ষিণ আফ্রিকা ১৮টি। যদিও সংখ্যায় আফ্রিকানরা এগিয়ে, শেষবার ২০১৯-২০ সিরিজে ভারত ঘরের মাঠে ৩-০ ব্যবধানে ক্লিন সুইপ করেছিল। তাই ইডেন গার্ডেন্সে শুরু হতে চলা এই ম্যাচ দুই দলের জন্যই হবে সম্মান ও আধিপত্য প্রতিষ্ঠার লড়াই।
