সমস্ত কার্যক্রম অনুসারে তিন ম্যাচে সিরিজে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ২৮ সেপ্টেম্বরে শুরু হয়েছে৷ কেএসইবি ২.৫০ কোটি টাকা বকেয়ার সঙ্গে কেরল জল দফতর জল দেওয়া বন্ধ করে দিয়েছে৷ দেখা যায় খারাপ আর্থিক স্থিতির কারণে স্টেডিয়ামের মালিকদের মুশকিলের পাহাড় জমা হয়েছে৷ করোনা অতিমারির এতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে...
আরও পড়ুন - Ind vs SA: ফের ভারতীয় শিবিরে করোনা হানা, এবার পজিটিভ মহম্মদ শামি, পরিবর্তে ভাসছে এই সিনিয়রের নাম
advertisement
কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ), মেগা ইভেন্ট আয়োজন করেছে৷ এতে প্রায় ৫০ হাজার রেকর্ড সংখ্যক দর্শক আসবে এরকম আশা করা হচ্ছে৷ কিন্তু ম্যাচের ঠিক আগে জল ও বিদ্যুতের এই সমস্যা কেসিএকে বড় চিন্তায় রেখেছে৷ স্টেডিয়ামে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৈঠক ডাকা হয়েছে৷ আশা করা হচ্ছে দ্রুত এই সমস্যার সমাধান হবে৷ এমনকি আশা করা হচ্ছে রাজ্য সরকারও এই বিষয়ে হস্তক্ষেপ করবে৷
এখনও অবধি গ্রিনফিল্ড স্টেডিয়ামে চারটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে৷ যাতে ভারত তিনটিতে জিতেছে৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচে খালি হেরেছিল ভারত৷ স্টেডিয়ামে ২০১৫ থেকে এখানে খেলা হচ্ছে৷