চলতি বছরের জুনে রয়েছে টি-২০ বিশ্বকাপ। ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটের সবথেকে বড় প্রতিযোগিতায় ভারতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা খেলবেন কিনা সেই সিদ্ধান্ত নিতেই দক্ষিণ আফ্রিকায় বিসিসিআই নির্বাচকরা। ২০২২ সালের বিশ্বকাপ সেমিফাইনালের পর দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি বিরাট এবং রোহিত। তবে জল্পনা শোনা যাচ্ছে তারা দুজনেই খেলতে আগ্রহী। সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে কেপটাউন টেস্টের মাঝেই।
advertisement
সূত্রের খবর, ম্যাচের মাঝেই কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির সঙ্গে বৈঠকে বসতে পারে বিসিসিআই কর্তারা। সেখানেই রোহিত-কোহলিদের কাছে তাদের স্পষ্ট মতামত বা সিদ্ধান্ত জানতে চাইবেন অজিত আগরকর। তারা যদি টি-২০ বিশ্বকাপ খেলতে চান তাহলে বিসিসিআই চাইছে ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপের আগে আফগানদের বিরুদ্ধে শেষ টি-২০ সিরিজে খেলুক বিরাট-রোহিতরা।
আরও পড়ুন: নতুন বছরে ৫ ভারতীয় ক্রিকেটারের অবসর! তালিকায় সব চমকে দেওয়া নাম
এছাড়া টি-২০ বিশ্বকাপের দল গঠনের জন্য আইপিএল শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাইছে বিসিসিআই। কারণ টি-২০ দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব চোটের কবলে রয়েছেন। আশা করা হচ্ছে আইপিএলের আগে তারা ফিট হয়ে যাবেন। আইপিএলে তাদের পারফরম্যান্স দেখা হবে। এছাড়া আইপিএলে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে ৩০ জনের একটা প্রাথমিক দল প্রথমে তৈরি করা হবে। সেখান থেকে বেছে নেওয়া হবে চূড়ান্ত দল।