TRENDING:

একেবারে লজ্জার একশেষ! প্রথমে সাপ, পরে ফ্লাডলাইট নেভা, আন্তর্জাতিক ক্রিকেটে লোক হাসাল এই স্টেডিয়াম

Last Updated:

এদিন নেট দুনিয়ায় একেবারে হাসির খোরাক হয়ে যায় এই স্টেডিয়াম, সাপ, হেয়ার ড্রায়ার, আয়রন ব্যবহার করে মাঠ শুকনো থেকে ফ্লাড লাইট বন্ধ হয়ে যাওয়া৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি:  কেলেঙ্কারির একশেষ আর বলে কাকে! একবার সাপ , একবার মাঠে বন্ধ হয়ে গেল বিদ্যুৎ পরিষেবা৷ বিশ্ব মঞ্চে একেবারে লজ্জার মুখ তুলে ধরল গুয়াহাটির বারসাপারা স্টেডিয়াম৷ রবিবাসরীয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি ম্যাচে রানের বন্যা হলেও ২ -২ বার বন্ধ রইল খেলা৷ দ্বিতীয় বার খেলা বন্ধ হয় মাঠের একটি টাওয়ারের আলো বন্ধ হয়ে যাওয়ার জন্য৷
Ind vs SA: After sanke disruptions in power supply caused stop in 2nd T20 match
Ind vs SA: After sanke disruptions in power supply caused stop in 2nd T20 match
advertisement

মাঠের আলো নিভে যাওয়ার ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় ইনিংসে যখন দক্ষিণ আফ্রিকা দল ব্যাট করছিল৷ তখন যান্ত্রিক ত্রুটির কারণে বিপর্যয়ের শিকার হয় একটি ফ্লাড লাইট স্ট্যান্ড ৷ এরই জেরে দ্বিতীয়বারের জন্য মাঠে খেলা বন্ধ করে দিতে হয়৷

এদিকে এদিন নেট দুনিয়ায় একেবারে হাসির খোরাক হয়ে যায় এই স্টেডিয়াম, সাপ, হেয়ার ড্রায়ার, আয়রন ব্যবহার করে মাঠ শুকনো থেকে ফ্লাড লাইট বন্ধ হয়ে যাওয়া৷

advertisement

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা-র  (India vs South Africa) মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ চলাকালীন তুলকালাম৷ অসমের গুয়াহাটির বারসাপারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠের মধ্যেই সাপ (Snake) বেয়ে চলে যাচ্ছে লাইভ ম্যাচ সম্প্রচারকালে সারা বিশ্বের সামনে চলে এল৷ মাঠের মধ্যে দিয়ে বেয়ে বেড়াচ্ছে লম্বা সাপ দেখে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার যোগাড় দুই দলের ক্রিকেটারদেরই৷ এদিকে সেই ঘটনাকে এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে৷

advertisement

ভারতীয় ইনিংসের সপ্তম ওভারে মাঠে একটি লম্বা সাপকে মাঠে বেয়ে বেড়াতে দেখা যায়৷ এই দেখে মাঠের মধ্যে একেবারে হুলূস্থূলু ঘটনা৷ অসমের গুয়াহাটিতে সেই সময় সে কী কাণ্ড সে কী কাণ্ড! খেলা থামিয়ে দুই দলের ক্রিকেটাররাই নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করে দেন সাপ নিয়ে৷ দেখে নিন সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দেওয়া সেই ভাইরাল ভিডিও৷

advertisement

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে ভারতীয় ওপেনার কেএল রাহুলকে পরিষ্কার দেখা যাচ্ছে৷ তিনি মাঠের ঘুরে বেড়ানো সাপটির দিকে ইশারা করছেন৷ এরপর সাপটিকে ধরে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং সাপটি থেকে মাঠে কারোর ক্ষতি হয়নি৷

আরও পড়ুন - সপ্তমীতে মাছ-বাহার! ইলিশ, চিংড়ি আর রকমারি মাছের নানা পদে সেজে উঠুক পাত!

রোহিত শর্মা এদিন ৪০০ তম টি টোয়েন্টি ম্যাচ খেললেন৷

রোহিত শর্মা এদিন গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলার সময় এক নজির গড়ে ফেললেন৷ তিনি এদিন টি টোয়েন্টি কেরিয়ারের ৪০০ তম ম্যাচ খেললেন৷ সেই ম্যাচে তিনি ৩৭ বলে ৪৩ রান করেন৷ তিনি আর কেএল রাহুল প্রথম উইকেটে ৯৬ রান করেন৷ ধামাকাদার শুরু দেন ভারতীয় ক্রিকেট দলকে৷

এদিন দক্ষিণ আফ্রিকা টসে জেতে

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এদিন টসে জিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রখমে ভারতেক ব্যাট করতে পাঠায় প্রোটিয়া বাহিনী৷

বাংলা খবর/ খবর/খেলা/
একেবারে লজ্জার একশেষ! প্রথমে সাপ, পরে ফ্লাডলাইট নেভা, আন্তর্জাতিক ক্রিকেটে লোক হাসাল এই স্টেডিয়াম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল