মাঠের আলো নিভে যাওয়ার ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় ইনিংসে যখন দক্ষিণ আফ্রিকা দল ব্যাট করছিল৷ তখন যান্ত্রিক ত্রুটির কারণে বিপর্যয়ের শিকার হয় একটি ফ্লাড লাইট স্ট্যান্ড ৷ এরই জেরে দ্বিতীয়বারের জন্য মাঠে খেলা বন্ধ করে দিতে হয়৷
এদিকে এদিন নেট দুনিয়ায় একেবারে হাসির খোরাক হয়ে যায় এই স্টেডিয়াম, সাপ, হেয়ার ড্রায়ার, আয়রন ব্যবহার করে মাঠ শুকনো থেকে ফ্লাড লাইট বন্ধ হয়ে যাওয়া৷
advertisement
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা-র (India vs South Africa) মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ চলাকালীন তুলকালাম৷ অসমের গুয়াহাটির বারসাপারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠের মধ্যেই সাপ (Snake) বেয়ে চলে যাচ্ছে লাইভ ম্যাচ সম্প্রচারকালে সারা বিশ্বের সামনে চলে এল৷ মাঠের মধ্যে দিয়ে বেয়ে বেড়াচ্ছে লম্বা সাপ দেখে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার যোগাড় দুই দলের ক্রিকেটারদেরই৷ এদিকে সেই ঘটনাকে এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে৷
ভারতীয় ইনিংসের সপ্তম ওভারে মাঠে একটি লম্বা সাপকে মাঠে বেয়ে বেড়াতে দেখা যায়৷ এই দেখে মাঠের মধ্যে একেবারে হুলূস্থূলু ঘটনা৷ অসমের গুয়াহাটিতে সেই সময় সে কী কাণ্ড সে কী কাণ্ড! খেলা থামিয়ে দুই দলের ক্রিকেটাররাই নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করে দেন সাপ নিয়ে৷ দেখে নিন সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দেওয়া সেই ভাইরাল ভিডিও৷
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে ভারতীয় ওপেনার কেএল রাহুলকে পরিষ্কার দেখা যাচ্ছে৷ তিনি মাঠের ঘুরে বেড়ানো সাপটির দিকে ইশারা করছেন৷ এরপর সাপটিকে ধরে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং সাপটি থেকে মাঠে কারোর ক্ষতি হয়নি৷
আরও পড়ুন - সপ্তমীতে মাছ-বাহার! ইলিশ, চিংড়ি আর রকমারি মাছের নানা পদে সেজে উঠুক পাত!
রোহিত শর্মা এদিন ৪০০ তম টি টোয়েন্টি ম্যাচ খেললেন৷
রোহিত শর্মা এদিন গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলার সময় এক নজির গড়ে ফেললেন৷ তিনি এদিন টি টোয়েন্টি কেরিয়ারের ৪০০ তম ম্যাচ খেললেন৷ সেই ম্যাচে তিনি ৩৭ বলে ৪৩ রান করেন৷ তিনি আর কেএল রাহুল প্রথম উইকেটে ৯৬ রান করেন৷ ধামাকাদার শুরু দেন ভারতীয় ক্রিকেট দলকে৷
এদিন দক্ষিণ আফ্রিকা টসে জেতে
এদিন টসে জিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রখমে ভারতেক ব্যাট করতে পাঠায় প্রোটিয়া বাহিনী৷