ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন প্রোটিয়া বোলিং অ্যাটাক। প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারতীয় দল। গত ম্যাচে শতরান করলেও দ্বিতীয় ম্যাচে খাতাই খুলতে পারেননি সঞ্জু স্যামসন।
অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংরা কেউই বড় রান করতে পারেননি। কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন তিলক বর্মা ও অক্ষর প্যাটেল। তিলক বর্মা করেন ২০ রান ও অক্ষর প্যাটেল করেন ২৭ রান। ভারতীয় ব্যাটিং লাইনে একমাত্র হার্দিক পান্ডিয়া ঠান্ডা মাথায় ব্যাটিং করে সম্মানজনক স্কোরে পৌছে দেন।
advertisement
আরও পড়ুনঃ KKR News: এবার আইপিএল নিলামে অংশ নিচ্ছেন হিরো গোবিন্দার জামাই! দাম জানলে চমকে যাবেন!
লাগাতার উইকেট হারানোক চাপ থাকায় স্লগ ওভারেও বেশি রান করতে পারেনি ভারতীয় দল। শেষ ওভারে আসে মাত্র ৬ রান। ৩৯ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান করে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের পাঁচ বোলার ১টি করে উইকেট নেন।