নেট সেশন শুরুর আগে গিলের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন প্রধান কোচ গৌতম গম্ভীর ও সহকারী কোচ সিতাংশু কোটাক। ধারণা করা হচ্ছে, তাঁরা গিলের ব্যাটিং টেম্পো ও মানসিক প্রস্তুতি নিয়ে কথা বলেন। এরপর গিল সতীর্থদের সঙ্গে স্লিপ ফিল্ডিং অনুশীলনে যোগ দেন এবং পরে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ব্যাট হাতে নামেন। প্রথমে স্পিনার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর-এর বিপক্ষে অনুশীলন করেন তিনি, যেখানে বেশিরভাগ শট খেলেন মাটিতে এবং মাঝে মাঝে সুইপ শট ব্যবহার করেন।
advertisement
স্পিন মোকাবিলা শেষে গিল মুখোমুখি হন পেসারদের। শুরুতে জসপ্রিত বুমরাহর কয়েক ওভার সামলান, এরপর নিতীশ কুমার রেড্ডি ও স্থানীয় ক্লাব বোলারদের মুখোমুখি হন। তাঁরা বলের সিম মুভমেন্ট দিয়ে গিলকে চ্যালেঞ্জ জানান। এরপর সাপোর্ট স্টাফের একজন সাইডআর্ম দিয়ে তাঁকে অতিরিক্ত বাউন্স ও গতি দেওয়া থ্রোডাউন করান, যাতে গিল দ্রুতগতির বলের সঙ্গে মানিয়ে নিতে পারেন।
সাইড নেটে প্রায় এক ঘণ্টা ব্যাটিংয়ের পর গিল যান কেন্দ্রীয় উইকেটে, যেখানে আরও ৩০ মিনিট অনুশীলন করেন বোলিং কোচ মর্নে মরকেলের তত্ত্বাবধানে। মরকেল নিজেও থ্রোডাউনে গতি ও বাউন্স তৈরি করে গিলকে পরীক্ষা নেন। এই সেশন থেকে স্পষ্ট, গিল টেস্ট সিরিজের আগে নিজের ছন্দ ফিরে পেতে মরিয়া।
আরও পড়ুনঃ Vaibhav Suryavanshi: অবশেষে স্বপ্নপূরণ! কবে ‘নীল জার্সিতে’ অভিষেক বৈভব সূর্যবংশীর? জানা গেল দিনক্ষণ
অন্যদিকে, যশস্বী জয়সওয়ালও দীর্ঘ অনুশীলন সেশন কাটান। রনজি ট্রফিতে ৬৭ ও ১৫৬ রানের ইনিংস খেলে দুর্দান্ত ফর্মে থাকা এই বাঁহাতি ব্যাটার আত্মবিশ্বাসের সঙ্গে ড্রাইভ ও পুল শট খেলেন। এদিকে, পাকিস্তানে ১-১ ড্র করে দক্ষিণ আফ্রিকা দলও আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ভারতে এসেছে, ফলে ইডেন গার্ডেন্সে শুরু হতে যাওয়া সিরিজ হতে চলেছে উত্তেজনাপূর্ণ লড়াই।
