১. রোহিত শর্মা: ভারত ও নিউজিল্যান্ডের ওয়ানডে ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড রয়েছে রোহিত শর্মার দখলে। তিনি ৩১ ম্যাচের ২৯ ইনিংসে ১০৭৩ রান করেছেন। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে ২টি শতরান ও ৬টি অর্ধশতরান। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, রোহিত কিউইদের বিরুদ্ধে ওডিআইতে ৪৭টি ছক্কা মেরেছেন, যা তাকে এই তালিকার শীর্ষে রেখেছে।
advertisement
২. সচিন তেন্ডুলকর: ছক্কার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তিনি ৪২ ম্যাচের ৪১ ইনিংসে ১৭৫০ রান সংগ্রহ করেছেন। সচিনের ব্যাট থেকে এসেছে ৫টি শতকরান ও ৮টি অর্ধশতরান। যদিও তিনি ছক্কা মেরেছেন ২৬টি, তবে ২০৪টি চারের মাধ্যমে তার ক্লাসিক্যাল ব্যাটিংয়ের ছাপ স্পষ্ট।
৩. ক্রিস কেয়ার্নস: নিউজিল্যান্ডের হয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ক্রিস কেয়ার্নস। তিনি ৩২ ম্যাচের ২৮ ইনিংসে ৮৩৮ রান করেছেন। তার ব্যাট থেকে এসেছে ২৫টি ছক্কা ও ৬১টি চার। ভারতীয় বোলারদের বিরুদ্ধে কেয়ার্নসের আগ্রাসী ব্যাটিং বহু ম্যাচে ম্যাচের মোড় ঘুরিয়েছে।
৪. বিরাট কোহলি: বিরাট কোহলি এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তিনি ৩৩ ম্যাচের ৩৩ ইনিংসে ১৬৫৭ রান করেছেন। কোহলির নামের পাশে রয়েছে ৬টি শতরান ও ৯টি অর্ধশতরান। ২৪টি ছক্কার পাশাপাশি ১৪৮টি চার তার ধারাবাহিক ও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের প্রমাণ দেয়।
৫. শুভমন গিল: তালিকার পঞ্চম স্থানে থাকা শুভমন গিল। অল্প ম্যাচেই নিজের প্রভাব ফেলেছেন। ১২ ম্যাচের ১২ ইনিংসে তিনি ৬২৩ রান করেছেন। গিল করেছেন ২টি শতরান ও ২টি অর্ধশতরান। ২২টি ছক্কা ও ৬০টি চারের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, ভবিষ্যতে এই তালিকায় শীর্ষে ওঠার ক্ষমতা তার রয়েছে।
