চা বিরতি পর্যন্ত
#কানপুর: সকাল থেকে গ্রিনপার্কে যেভাবে খেলছিলেন শুভমন গিল, তাতে দেখে মনে হচ্ছিল বোধহয় টেস্ট ক্রিকেটে নিজের প্রথম শতরান করে ফেলবেন। কিন্তু পারলেন না।
মধ্যাহ্নভোজের পরে প্রথম ওভারেই আউট হলেন শুভমন গিল। নিজের দ্বিতীয় উইকেট তুলে নিলেন কাইল জেমিসন। ৫২ রানের মাথায় তাঁর বলে বোল্ড হন গিল। প্লেড অন হলেন তিনি। শুভমন গিল আউট হওয়ার পরে চেতেশ্বর পুজারার সঙ্গে ব্যাট করছিলেন অধিনায়ক অজিঙ্ক রহাণে। ১০০ রান পেরল ভারত। ৩৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৬ রান ভারতের।
advertisement
ভাল শুরু করেও আউট হয়ে গেলেন দলের সহ-অধিনায়ক চেতেশ্বর পুজারা। টিম সাউদির বলে ২৬ রানের মাথায় সাজঘরে ফিরলেন তিনি। অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিলেন। নামলেন টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া শ্রেয়াস আইয়ার। কিংবদন্তি গাভাসকার টুপি তুলে দিলেন তার হাতে। ভারতের ৩০৩ নম্বর টেস্ট ক্রিকেটার তিনি। দুটো উইকেট তাড়াতাড়ি হারিয়ে মাঝের সময়টা ভারতকে সাবধানে এগোতে হত। উইকেট না হারিয়ে।
চা বিরতিতে যাওয়ার আগে পর্যন্ত সেটাই লক্ষ্য ছিল রাহানে এবং শ্রেয়াস আইয়ারের। প্রথম দিনে দুই নিউজিল্যান্ড পেসার সাউদি এবং জেমিসন সুইং আদায় করছিলেন। শ্রেয়াস সাধারণত আক্রমনাত্মক ব্যাটসম্যান। কিন্তু পরিস্থিতি অনুযায়ী তাকে ধরে খেলতে হত। সেটাই করছিলেন তিনি। আউট হয়ে গেলেন অজিঙ্ক রহাণেও। নিজের তৃতীয় উইকেট নিলেন কিউয়ি পেসার জেমিসন।
এক বল আগেই ভুল আউট দিয়েছিলেন আম্পায়ার। পরের বলে বোল্ড। প্লেড অন হলেন ভারত অধিনায়ক। ব্যাট করতে এলেন রবীন্দ্র জাদেজা। ঋদ্ধিমান সাহার আগে তাকে পাঠানো হল।জেমিসন দ্রুতগতির বোলার না হলেও উচ্চতা কাজে লাগাতে পারেন। বলের লেট মুভমেন্ট ঘটিয়ে বোকা বানাতে পারেন ব্যাটসম্যানদের। এই ধরনের উইকেটে সেটাই করে দেখালেন কিউই অলরাউন্ডার। ঘরের মাঠে প্রথম দুটো সেশনে ভারতকে চালকের আসনে যতটা দেখা যাবে মনে হয়েছিল, ততটা হল না। বিশেষ করে দ্বিতীয় সেশনে দারুন কামব্যাক করল নিউজিল্যান্ড।