TRENDING:

IND vs ENG: হারের পর রেগে গেলেন শুভমান গিল! ভারত অধিনায়ক যা বললেন...

Last Updated:

IND vs ENG: লর্ডস টেস্টে ৫ দিনের লড়াই ব্যর্থ গিয়েছে ভারতীয় দলের। তীরে এসে ডুবেছে তরী। চতুর্থ দিনের শেষ সেশন ও পঞ্চম দিনে খারাপ খেলার খেসারত দিতে হয়েছে হার দিয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লর্ডস টেস্টে ৫ দিনের লড়াই ব্যর্থ গিয়েছে ভারতীয় দলের। তীরে এসে ডুবেছে তরী। চতুর্থ দিনের শেষ সেশন ও পঞ্চম দিনে খারাপ খেলার খেসারত দিতে হয়েছে হার দিয়ে। ১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতের ইনিংস শেষ হয় ১৭০ রানে। ব্যর্থ যায় রবীন্দ্র জাদেজার চোয়াসল চাপা লড়াই। এর ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। এই হারের পর ভারত অধিনায়ক শুভমান গিল কী বলেন তা জানার অপেক্ষায় ছিল সকলেই।
News18
News18
advertisement

ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক শুভমান গিল বলেন, অত্যন্ত গর্বিত আমার দলের জন্য। পাঁচদিনের কঠিন লড়াইয়ের ক্রিকেট ছিল এটা। শেষ সেশন, শেষ উইকেট পর্যন্ত ম্যাচ গড়িয়েছে। সকালে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নেমেছিলাম। ব্যাটিং বাকি ছিল, কিন্তু সফল হতে পারিনি। আমাদের একটা বড় পার্টনারশিপ দরকার ছিল, যেটা আমরা করতে পারিনি। অবশ্যই ওরা আমাদের থেকে ভালো খেলেছে।”

advertisement

গিল আরও বলেন, “তবে আমরা আশা ছাড়িনি। লক্ষ্যটা খুব বড় ছিল না। একটা পার্টনারশিপ হলেই ম্যাচে ফিরতে পারতাম। জাদেজা অভিজ্ঞ খেলোয়াড়, ওর জন্য আলাদা করে কিছু বলার নেই। আমরা শুধু চাইছিলাম ও যেন শেষ পর্যন্ত ব্যাট করে যান। প্রথম ইনিংসে লিড আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। শেষ এক ঘণ্টায় আমরা আরও ধৈর্য্য ধরে খেলতে পারতাম, বিশেষ করে শেষ দুটি উইকেটের ক্ষেত্রে। অন্যান্য ব্যাটারা সফল হতে পারেনি।”

advertisement

গিল বলেন, “চতুর্থ ইনিংসে উইকেটের অবস্থা দ্রুত বদলে যাচ্ছিল। শেষ এক ঘণ্টায় আমরা আরও ভালো খেলতে পারতাম। আজ সকালে ওরা আমাদের তুলনায় ভালো পরিকল্পনা করেছিল। অনেক সময় সিরিজের স্কোরকার্ড দেখে বোঝা যায় না, আপনি কতটা ভালো খেলেছেন। আমি মনে করি আমরা ভালো ক্রিকেট খেলেছি। সিরিজটা এখান থেকে আরও রোমাঞ্চকর হবে।

advertisement

আরও পড়ুনঃ IND vs ENG: লর্ডস টেস্টে ভারতের হারের ৫ কারণ ফাঁস! কীসের জন্য বিফলে গেল বুমরাহ-জাদেজাদের লড়াই

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

প্রসঙ্গত, তৃতীয় ও চতুর্থ টেস্টের মাঝে ৯ দিনের বিরতি রয়েছে। ভারতীয় দলের হাতে সময় রয়েছে ভুল-ত্রুটি শুধরে নেওয়ার। ২৩ জুলাই থেক ম্যাঞ্চেস্টার ওল্ড ট্রাফর্ডে হবে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ। সিরিজে এখন ডু অর ডাই পরিস্থিতিতে ভারতীয় দল। তবে তার দল যে ঘুড়ে দাঁড়াবে সেই বিষয়ে আত্মবিশ্বাসী শুভমান গিল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: হারের পর রেগে গেলেন শুভমান গিল! ভারত অধিনায়ক যা বললেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল