ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক শুভমান গিল বলেন, অত্যন্ত গর্বিত আমার দলের জন্য। পাঁচদিনের কঠিন লড়াইয়ের ক্রিকেট ছিল এটা। শেষ সেশন, শেষ উইকেট পর্যন্ত ম্যাচ গড়িয়েছে। সকালে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নেমেছিলাম। ব্যাটিং বাকি ছিল, কিন্তু সফল হতে পারিনি। আমাদের একটা বড় পার্টনারশিপ দরকার ছিল, যেটা আমরা করতে পারিনি। অবশ্যই ওরা আমাদের থেকে ভালো খেলেছে।”
advertisement
গিল আরও বলেন, “তবে আমরা আশা ছাড়িনি। লক্ষ্যটা খুব বড় ছিল না। একটা পার্টনারশিপ হলেই ম্যাচে ফিরতে পারতাম। জাদেজা অভিজ্ঞ খেলোয়াড়, ওর জন্য আলাদা করে কিছু বলার নেই। আমরা শুধু চাইছিলাম ও যেন শেষ পর্যন্ত ব্যাট করে যান। প্রথম ইনিংসে লিড আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। শেষ এক ঘণ্টায় আমরা আরও ধৈর্য্য ধরে খেলতে পারতাম, বিশেষ করে শেষ দুটি উইকেটের ক্ষেত্রে। অন্যান্য ব্যাটারা সফল হতে পারেনি।”
গিল বলেন, “চতুর্থ ইনিংসে উইকেটের অবস্থা দ্রুত বদলে যাচ্ছিল। শেষ এক ঘণ্টায় আমরা আরও ভালো খেলতে পারতাম। আজ সকালে ওরা আমাদের তুলনায় ভালো পরিকল্পনা করেছিল। অনেক সময় সিরিজের স্কোরকার্ড দেখে বোঝা যায় না, আপনি কতটা ভালো খেলেছেন। আমি মনে করি আমরা ভালো ক্রিকেট খেলেছি। সিরিজটা এখান থেকে আরও রোমাঞ্চকর হবে।
আরও পড়ুনঃ IND vs ENG: লর্ডস টেস্টে ভারতের হারের ৫ কারণ ফাঁস! কীসের জন্য বিফলে গেল বুমরাহ-জাদেজাদের লড়াই
প্রসঙ্গত, তৃতীয় ও চতুর্থ টেস্টের মাঝে ৯ দিনের বিরতি রয়েছে। ভারতীয় দলের হাতে সময় রয়েছে ভুল-ত্রুটি শুধরে নেওয়ার। ২৩ জুলাই থেক ম্যাঞ্চেস্টার ওল্ড ট্রাফর্ডে হবে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ। সিরিজে এখন ডু অর ডাই পরিস্থিতিতে ভারতীয় দল। তবে তার দল যে ঘুড়ে দাঁড়াবে সেই বিষয়ে আত্মবিশ্বাসী শুভমান গিল।