ইংল্যান্ড সিরিজকে পাখির চোখ করে ভারতীয় ক্রিকেটাররা সারছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। ভারতীয় ক্রিকেট দলের পাশাপাশি, গত দুই সপ্তাহ ধরে ইংল্যান্ড সফরে রয়েছে ইন্ডিয়া ‘এ’ দলও। সেই দলে সরফরাজ খান, ঋতুরাজ গায়কোয়াড়, অংশুল কাম্বোজ, খালিল আহমেদ এবং হর্ষিত রানা’র মতো খেলোয়াড় ছিলেন। Revsportz-এর একটি প্রতিবেদন অনুযায়ী, হর্ষিত রানাকে ইংল্যান্ডে থেকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচে খেলে রানা একটি উইকেট নেন। ব্যাট হাতে করেন ১৬ রান। তার দলে যুক্ত হওয়ায় মূল দলের কম্বিনেশন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও মূল স্কোয়াডে ইতিমধ্যেই জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং অর্শদীপ সিংয়ের মতো পেসাররা রয়েছেন। তবে আগেই জানানো হয়েছে যে বুমরাহ সিরিজের সব ম্যাচে খেলবেন না।
ভারতীয়‘এ’ দলের অন্যান্য সদস্য যারা মূল টেস্ট দলে নেই বা কাউন্টি ক্রিকেটে চুক্তিবদ্ধ হননি, তারা মঙ্গলবার দেশে ফিরে যাচ্ছেন। এর মাঝে রানা ইংল্যান্ডে থেকে যাওয়ায় খবর নতুন জল্পনা তৈরি করে করেছে। বুমরাহ যেহেতু সব ম্যাচ খেলতে পারবেন না, সেই কারণেই কী ম্ভাব্য বিকল্প হিসেবে হর্ষিত রানাকে রেখে দেওয়া হচ্ছে? তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
আরও পড়ুনঃ ICC World Cup: ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণা, ভারত-পাকিস্তান ম্যাচ কবে? রইল টিম ইন্ডিয়া সম্পূর্ণ সূচি
প্রসঙ্গত, গত বছর অস্ট্রেলিয়া সফরে টেস্টে অভিষেক করা রানা সেখানে চার উইকেট নিয়েছিলেন ৫০.৭৫ গড়ে। তবুও, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি তিনি। তবে রানা প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেকে যথেষ্ট প্রমাণ করেছেন রানা। ১৩ ম্যাচে ৪৮ উইকেট ও ৩২.৮০ গড়ে ব্যাটিং করেছেন, রয়েছে একটি সেঞ্চুরিও। তবে রানার ইংল্যান্ডে ভারতীয় দলের স্কোয়াডে আনুষ্ঠানিক যোগ নিয়ে এখনও কিছু জানায়নি বোর্ড।