সাই সুদর্শনের টেস্ট অভিষেকের মধ্য দিয়ে ভারতের ক্রিকেট ইতিহাসে যুক্ত হলো আরেকটি স্মরণীয় অধ্যায়। ব্যাটিং করতে নামার আগেই ইতিহাসের পাতাতেও নাম তুলে ফেললেন সাই সুদর্শন। ঐতিহাসিক দিনে টেস্ট অভিষেক হল তাঁর। ১৯৯৬ সালে ২০ জুন লর্ডসে অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের। ২০১১ সালে ঠিক একই দিনে টেস্ট অভিষেক হয়েছিল বিরাট কোহলির। এবার সেই ২০ জুন টেস্ট ক্যাপ মাথায় তুললেন সাই সুদর্শন।
advertisement
এদিন লিডস হেডিংলেতে সাই সুদর্শন তাঁর টেস্ট ক্যাপটি পান অভিজ্ঞ ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারার হাত থেকে। যিনি এক দশকেরও বেশি সময় ভারতের ৩ নম্বর ব্যাটার হিসেবে খেলে এসেছেন। নতুন ব্যাটিং অর্ডারে এখন সেই ভূমিকা নিতে চলেছেন সুদর্শন, যেখানে শুভমান গিল খেলবেন ৪ নম্বরে এবং ঋষভ পন্ত ৫ নম্বরে।
আরও পড়ুনঃ IND vs ENG: ধোনি-কোহলির সঙ্গে যা ঘটেছিল তা ঘটল গিলের সঙ্গেও! সামনে এল চমকে দেওয়া তথ্য
ইতিমধ্যেই ওয়ানডে ও টি২০ ফরম্যাটে দেশের প্রতিনিধিত্ব করে ফেলা সুদর্শনের জন্য এটি ছিল স্বপ্নপূরণের মুহূর্ত। আইপিএল ২০২৫-এ দুর্দান্ত ফর্মে থাকা এই তরুণ তার আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। এবার আইপিএলে অরেঞ্জ ক্যাপ জেতেন তিনি। তবে টেস্ট ক্রিকেটে তার প্রথম-শ্রেণির গড় ৩৯.৯৩, যেখানে ২৯ ম্যাচে ১,৯৫৭ রান ও সাতটি সেঞ্চুরি রয়েছে।