ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লে-তেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যা নাজমুল হোসন শান্তর দল। একটা সময় বাংলাদেশেকর স্কোর ছিল ৩৫ রানে ৫ উইকেট। সেখান থেকে দলকে টানেন তোহিদ হৃদয় ও জাকের আলি। ১৫৪ রানের পার্টনারশিপ করে দলকে সম্মানজনক জায়গায় পৌছে দেন দুজন। জাকের আলি ৬৯ করে ফিরলেও তোহিদ হৃদয় নিজের শতরান পূরণ করেন। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ২২৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন মহম্মদ শামি। এছাড়ডা হর্ষিত রানা ৩টি ও অক্ষর প্যাটেল ২টি উইকেট নেন।
advertisement
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ওপেনিং জুটিতে ৬৯ রানের ঝোড়ো পার্টনারশিপ করেন তাড়া। রোহিত ৪১ রান করে ফিরলেও শুভমান গিল নিজের ইনিংস চালিয়ে যান। বিরাট কোহলিও বড় রান করতে ব্যর্থ হন। ২২ করে আউট হন বিরাট। শ্রেয়স আইয়ার ১৫ ও অক্ষর প্যাটেল করেন ৮ রান। ৪ উইকেট পড়ার ভারতকে জয়ের লক্ষ্যে পৌছে দেন শুভমান গিল ও কেএল রাহুল জুটি।
৮৭ রানের পার্টনারশিপ করেন গিল ও রাহুল জুটি। নিজের সেঞ্চুরিও পূরণ করেন শুভমান গিল। ইনিংসের শুরু থেকে ঠান্ডা মাথায় ব্যাট করে গিল আরও একটি ক্লাস ইনিংস উপহার দেন। ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। ৯টি চার ও ২টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। রাহুল অপরাজিত থাকেন ৪১ রান। ৪৬.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত। ২৩ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচ টিম ইন্ডিয়ার।