এদিনের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন অক্ষর প্যাটেল৷
এদিন অস্ট্রেলিয়া টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়৷ প্রথম থেকেই অজি বোলারদের সামনে আজকে খুব বেশি একটা খাপ খুলতে পারেননি৷ ওপেনিং জুটিতে ৫০ রান ওঠে৷ যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়াড় ২৮ বলে ৩৭ ও ৩২ রান করেন৷ কিন্তু ঋতুরাজ আউট হওয়ার পরপরই শ্রেয়স আইয়ার ৮, সূর্যকুমার যাদব ১ করে প্যাভিলিয়নে ফিরে যান৷
advertisement
আরও পড়ুন – Lakshmi Narayan Yog 2023: লক্ষ্মী-নারায়ণ যোগে তুফান, রাশিতে হবে মালামাল অর্থের যোগ, তোলপাড়ে জীবন মাখন
ফের খেলার রাশ ধরেন রিঙ্কু সিং ও জিতেশ কুমার৷ রিঙ্কু ফের এদিন ধামাকা ক্রিকেট খেলেন৷ ২৯ বলে ৪৬ রান করেন তিনি৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ছিল ৪ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ জিতেশ শর্মাও ১৯ বলে ৩৫ রান করেন৷ তাঁর ইনিংসে ছিল ১ টি চার ও ৩ টি ছয়৷ অজিদের হয়ে বেন দোয়ারসুইস ৩ টি উইকেট নেন৷ ৯ উইকেটে ১৭৪ রান করে ভারত৷
এদিকে রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া একেবারে শুরুটা দারুণ ছিল৷ তারা বিনা উইকেটে মাত্র ৩ ওভারেই ৪০ রান করে ফেলে৷ কিন্তু এরপর ভারতীয় বোলাররা নিয়মিত ব্যবধানে নিজেদের কেরামতি দেখাতে শুরু করে৷ ফলে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রানই তুলতে পারে৷ দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক ম্যাথু ওয়েড তিনি ৩৬ রান করেন৷ এরপরই ছিল ওপেনার ট্র্যাভিস হেডের রান৷
ভারতের হয়ে অক্ষর প্যাটেল ৩ উইকেট নেন, ২ উইকেট নেন দীপক চাহার , তবে এদিন ১ টি মাত্র উইকেট পেলেও বল হাতে কার্যকারী বোলিং করেন রবি বিষ্ণোই, তিনি ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ১ টি উইকেট নেন৷