এছাড়া হর্ষল প্যাটেলও ৪ ওভারে ৪৯ রান দেন৷ ভুবনেশ্বর ও হর্ষল ৮ ওভারে ১০১ রান দিয়ে কার্যত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের রাস্তা মজবুত করে দেন৷ অধিনায়ক রোহিত শর্মাও ম্যাচ যত এগিয়েছে ততই বিরক্ত হয়ে গেছেন৷মাত্র ১১.২ ওভারে অস্ট্রেলিয়ার রান ছিল ১২২/২ করেছিল বিশাল ২০৯ রান তাড়া করতে নেমে৷ উমেশ যাদব ১২ তম ওভার স্টিভ স্মিথ খোঁচা মেরে দীনেশ কার্তিককে উইকেট তুলে দেন৷ আম্পায়ররা সিদ্ধান্ত নিয়েছিলেন স্টিভ স্মিথ নটআউট৷ কিন্তু দীনেশ কার্তিক অধিনায়ককে বলেন ডিআরএস নিতে৷ গ্লেন ম্যাক্সওয়েলও কার্তিককেই এজ দেন৷ আম্পায়র ফের নট আউট দিলেও আবার ডিআরএস নেওয়া হয়৷ এখানেই দীনেশ কার্তিককের সিদ্ধান্তেই কামাল৷
advertisement
তবে এরপরেই আনন্দের চোটের দীনেশ কার্তিককে গলা এমনভাবে টিপে ধরেন রোহিত শর্মা যে তাঁর শ্বাস আটকে যাচ্ছিল৷ কিন্তু সবার চেষ্টাতেই জল ঢেলে দেন বোলাররা৷
আরও পড়ুন - Ind vs Aus: ভুবনেশ্বর কুমার কেন ১৯ তম ওভারে বল করছেন, উত্তর চাই!
ব্যাটিং প্রথমে করে কেএল রাহুল (৩৫ বলে ৫৫), হার্দিক পান্ডিয়া ৭১ করে অপরাজিত থাকেন৷ তিনি মাত্র ৩০ বলে এই রান করেন৷ কিন্তু ১৯.২ ওভারে এই রান করে ফেলে অস্ট্রেলিয়া৷
