TRENDING:

Ind vs Aus: ভুবনেশ্বর কুমার কেন ১৯ তম ওভারে বল করছেন, উত্তর চাই!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইনদওর: ভারতের পেসার ভুবনেশ্বর কুমার নিজের অভিষেক টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। ২৫ ডিসেম্বর ২০১২ তে ম্যাচ খেলেছিসেন ভুবি৷ সেই সময় থেকে ১০ বছর হয়ে গেছে তিনি জাতীয় দলের জার্সিতে টি টোয়েন্টি ক্রিকেট খেলছেন৷ শুধু তাই নয়, ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ তিনি৷ তিনি ভারতীয় বোলিং অ্যাটাকের খুবই গুরুত্বপূর্ণ অংশ৷ নতুন বলের সঙ্গে ভুবনেশ্বর কুমার একেবারে বিপক্ষকে ঝাঁঝরা করে দেওয়ার ক্ষমতা রাখেন৷ কিন্তু ডেথ ওভারে (১৭ কিম্বা ১৯) তাঁকে খুব বেশি ভরসা করা যায় না৷
Ind vs Aus: Bhuvneshwar Kumar's19th over became a nightmare
Ind vs Aus: Bhuvneshwar Kumar's19th over became a nightmare
advertisement

কারণ এশিয়া কাপে পাকিস্তান ফের শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে মোকাবিলায় ভুবনেশ্বর কুমার ১৯ তম ওভারে বীভৎস রান দেওয়ার অভিযোগে সোশ্যাল মিডিয়া উত্তাল, ক্ষুব্ধ ফ্যানরাও৷ তাঁর ব্যাপক রান দেওয়ার কারণে অস্ট্রেলিয়াল বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে হারে ভারত৷

আরও পড়ুন -  Weather Update: তোলপাড় হবে ১২ রাজ্য, বৃষ্টির চরম পূর্বাভাস, পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেট এক ক্লিকে

advertisement

এরপর সোশ্যাল মিডিয়ায় উত্তাল হয়ে যায় ভুবনেশ্বর কুমারের বিরুদ্ধে মিম তৈরি করেন৷

advertisement

advertisement

এদিকে এশিয়া কাপে প্রথমে পাকিস্তান এবং পরে শ্রীলঙ্কা এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯ তম ওভারে অধিক রান লুটানোর পর টিম ইন্ডিয়ার হাত থেকে জয় ছিটকে যায়৷ অস্ট্রেলিয়ার কাছে হারের পর ভুবনেশ্বর কুমারের হাল সোশ্যাল মিডিয়ায় কোনও ভিলেনের চেয়ে কম নয়৷

আরও পড়ুন -  School Dress: ‘‘বিজেপি শাসিত অসম, গুজরাতে স্কুলের পোষাকের রঙ আগেই বদল হয়েছে’’- বিধানসভায় ব্রাত্য বসু

advertisement

ভুবনেশ্বর কুমার ২১ টেস্ট, ১২১ ওয়ান ডে, ৭৭ টি টি টোয়েন্টি আন্তর্জাতিক খেলার বিশাল অভিজ্ঞতা রয়েছে৷ ভুবনেশ্বর কুমারকে নিয়ে টিম ম্যানেজমেন্টের ধারণা একেবারে পরিষ্কার৷ শুধু টেস্ট ম্যাচ নয় তাঁকে শর্ট ফর্ম্যাটেও খেলানো হয়৷ ওয়ার্ল্ড টি টোয়েন্টির তিনি গুরুত্বপূর্ণ সদস্য৷ জসপ্রীত বুমরাহের সঙ্গে তিনি নতুন বলে শুরু করবেন৷ তিনি উইকেট পাইয়ে দেবেন এই বিশ্বাস নিয়েই তাঁর হাতে বল তুলে দেয় টিম ম্যানেজমেন্ট৷

৫.৬৬ শানদার ইকনমি রেট তাঁর৷ কিন্তু তাঁর বল যত পুরনো হয় তত ব্যাটের ধার কমে৷ তাঁর ইকনমি ডেথ ওভারে ৯.২৬ হয়ে যায়৷ অর্থাৎ ডেথ ওভারে তাঁর গড় প্রতি ওভারে ৯.২৬৷  এই কারণে সকলেই তাঁর সহজ শিকার৷

ভুবনেশ্বর কুমার স্লগ ওভারে অফ সাইড ওয়াইড লাইন ইয়র্কারে ভরসা করেন৷ কিন্তু এশিয়া তাপে তাঁর চাল ক্রিকেটারদের কাত করতে পারেনি৷ ভারতের কাছে অর্শদীপের মতো একটু বেশি জোরে বল করার বোলার রয়েছে৷ কিন্তু হর্ষল প্যাটেলের মতো একটা ভেরিয়েশন বোলার রয়েছে? তাহলে কেন ভুবনেশ্বর কুমার৷ ১৯ ও ২০ তম ওভারে ভুবির কাজ সেরে দিতেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

জসপ্রীত বুমরাহের ৪৮ বলে ৭.৮৭ এ ৩ উইকেট থাকে৷ হর্ষল প্যাটেল ৩৬ বলে ৮.৫ ইকনমি ২ উইকেট৷

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Aus: ভুবনেশ্বর কুমার কেন ১৯ তম ওভারে বল করছেন, উত্তর চাই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল