টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে শুরুটা ভালই করেন মিচেল মার্শ ও ট্রেভিস হেড। ৬১ রানের পার্টনারশিপ করেন দুই অজি ওপেনার। কিন্তু এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ব্যাগি গ্রিনরা। মাঝে অ্যালেক্স ক্যারে ও ম্যাট রেনশ-র ৫৯ রানের পার্টনারশিপ ছাড়া আরও কোনও জুটি সেভাব গড়ে ওঠেনি। এদিন অজি ব্যাটিং লাইনের বেশিরভাগ ব্যাটারই সেট হয়েও বড় স্কোর করতে ব্যর্থ হন।
advertisement
আরও পড়ুনঃ Virat Kohli: ১৭ বছরের ক্রিকেট কেরিয়ারের প্রথমবার! এমন ‘লজ্জা’ এর আগে কখনও হয়নি কোহলি
অস্ট্রেলিয়ার হয়ে এদিন সর্বোচ্চ ৫৬ রানে ইনিংস খেলেন ম্যাট রেনশ। এছাড়া ৪১ রান করেন অধিনায়ক মিচেল মার্শ। ভারতীয় বোলারদের মধ্যে হর্ষিত রানা সিডনিতে তার সমালোচকদের পারফরম্যান্সের মাধ্যমে জবাব দিয়ে একাই ৪টি উইকেট শিকার করেন। এছাড়া সকল ভারতীয় বোলাররাই এদিন উইকেটের মুখ দেখেছে। শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার ব্যাটিংও করতে পারেনি অস্ট্রেলিয়া। ৪৬.৪ ওভারে ২৩৬ রানে শেষ হয় ইনিংস।
