TRENDING:

IND vs AUS 2nd Test: গোলাপী বলে দাপট অজি পেসারদের, লাগাতার উইকেট হারিয়ে চাপে ভারত

Last Updated:

IND vs AUS 2nd Test: পারথের প্রথম ইনিংসের মতই অ্যাডিলেডের প্রথম ইনিংসেও ধুঁকছে ভারতের ব্যাটিং লাইন। রোহিত শর্মা, শুভমান গিলরা ফিরলেও দিন-রাতের পিঙ্ক বল টেস্টে বড় রান পেল না ভারতের টপ অর্ডার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অ্য়াডিলেড: পারথের প্রথম ইনিংসের মতই অ্যাডিলেডের প্রথম ইনিংসেও ধুঁকছে ভারতের ব্যাটিং লাইন। রোহিত শর্মা, শুভমান গিলরা ফিরলেও দিন-রাতের পিঙ্ক বল টেস্টে বড় রান পেল না ভারতের টপ অর্ডার। ব্যর্থ যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, কেএল রাহুলরা। একশো রানের আগেই প্যাভেলিয়নে অর্ধেক ভারতীয় দল।
(Photo Courtesy- AP)
(Photo Courtesy- AP)
advertisement

অ্যাডিলেডে দিন-রাতের পিঙ্ক বল টেস্টে টস ভাগ্য সাথ দিল ভারতের। ম্য়াচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। কিন্তু সেই সিদ্ধান্ত খুব একটা লাভজনক হয়নি। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড সমৃদ্ধ অজি পেস অ্য়াটাকের সামনে শুরু থেকেই নড়বড়ে দেখায় তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইনকে।

দিনের শুরুতেই শূন্য রানে যশস্বীকে আউট করে স্লেজিং বিতর্কের জবাব দেন মিচেল স্টার্ক। এরপর দ্বিতীয় উইকেটে কিছুটা লড়াই করেন শুভমান গিল ও কেএল রাহুল। ৬৯ রানের পার্টনারশিপ করেন দুজনে। কেএল রাহুল ৩৭ ও শুভমান গিল ৩১ রান করে আউট হন। কোহলি বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। ৭ রান করে আউট হন তিনি। রোহিত শর্মা আউট হন ৩ রান করে। ঋষভ পন্থ ২১ রান করেন।

advertisement

আরও পড়ুনঃ KKR News: ‘এটাই’ আইপিএল ২০২৫-এ কেকেআরের প্রথম একাদশ! বড় ধামাকা করবে নাইটরা!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় দলের স্কোর ১১০ রান ৬ উইকেট। ভারতের পুরো ব্যাটিং অর্ডার সাজঘরে ফেরত চলে গিয়েছে। ক্রিজে রয়েছে নীতিশ কুমার রেড্ডি ও রবিচন্দ্রন অশ্বিন। পরপর উইকেট হারিয়ে অ্যাডিলেডে চাপে ভারতীয় দল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS 2nd Test: গোলাপী বলে দাপট অজি পেসারদের, লাগাতার উইকেট হারিয়ে চাপে ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল