সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল টস নিয়ে ভারতীয় দলের দীর্ঘদিনের দুর্ভাগ্য। অধিনায়ক বদলালেও একদিনের ক্রিকেটে টস না জেতার ভাগ্য পাল্টায়নি ভারতের। পার্থের ম্যাচেও ভারত টস হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। এটি পরপর ১৬তম ওয়ানডে ম্যাচ, যেখানে ভারত টস জিততে ব্যর্থ হয়েছে। সর্বশেষ টস জয় এসেছিল ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এরপর থেকে দুই বছর কেটে গেলেও ভারতের টস জয়ের মুখ দেখা হয়নি।
advertisement
এই ম্যাচে অধিনায়ক হিসেবে ওয়ানডে অভিষেক করলেন তরুণ শুভমান গিল। অনেকেরই আশা ছিল, তাঁর নেতৃত্বে এই টস দুর্ভাগ্যের অবসান হবে। কিন্তু বাস্তবে তা ঘটেনি। টস হেরে অস্ট্রেলিয়া বোলিংয়ের সিদ্ধান্ত নিলে গিল বলেন, “এই আবহাওয়ায় আমিও বোলিংই নিতাম। উইকেট ভালো, আশা করছি আমরা রান তুলতে পারব।”
আরও পড়ুনঃ IND vs AUS: হারিয়ে গিয়েছে ‘রান মেশিন’ কোহলি! অজিদের বিরুদ্ধে কামব্যাকে খাতাই খুলতে পারলেন না বিরাট
ভারতীয় দলে এখন অভিজ্ঞতা ও প্রতিভার ভালো সংমিশ্রণ রয়েছে। তবে ধারাবাহিক টস পরাজয় এবং গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানদের ফর্মহীনতা দলের ওপর চাপ তৈরি করছে। শুভমান গিলের নেতৃত্বে দল কতটা ঘুরে দাঁড়াতে পারে, তা নির্ভর করবে পরবর্তী ইনিংস এবং বোলিং পারফরম্যান্সের উপর।