আরও পড়ুন: স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে সোজা পুকুরে, প্রাণ গেল বউয়ের! কারণ শুনলে শিউরে উঠবেন
এ দিন ম্যাচের মাত্র ৮ মিনিটে গোল করার সুযোগ পেয়েছিল মোহনবাগান। কিন্তু প্রভসুখন বাঁচিয়ে দেন। ১৯ মিনিটে সুভাশিসের থেকে বল কেড়ে নিয়ে গোলের সুযোগ পেয়েছিলেন মহেশও। কিন্তু বিশাল কেইথের চেষ্টা গোল করতে ব্যর্থ হন। তবে এদিন ম্যাচের সবচেয়ে বড় সুযোগ পেয়েছিলেন কামিন্স, ৩৪ মিনিটে পেনাল্টা মিস করেন তিনি। পরে অবশ্য ৪৩ মিনিটে গোল করার সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গলও, ৪৩ মিনিটে বারে লেগে ফিরে আসে ইস্টবেঙ্গলের শট।
advertisement
আরও পড়ুন: নদিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, অঙ্গনওয়াড়ি কর্মীকে ধাক্কা বেপরোয়া ট্রাকের! পিষে গেলেন মহিলা
দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি হিরোশির গোলমুখী শট বাঁচিয়ে গেন বিশাল কেইথ। ৯৫ মিনিটে অবশ্য গোলের সুযোগ পেয়েছিল মোহনবাগানও, কিন্তু প্রভসুখন বাঁচিয়ে দেন। অতিরিক্ত সময়ে ১০৪ মিনিটে দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিল মোহনবাগান, তবে গোলমুখ খোলেনি। এই মরশুমে শিল্ডের ডার্বির আগে দুবার মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। দুটি ডার্বিতেই জয় পেয়েছে ইস্টবেঙ্গল। এবার ডার্বিতে জয়ে ফিরল মোহনবাগান।