TRENDING:

২২ বছর পরে আইএফএ শিল্ড জিতল মোহনবাগান! টাইব্রেকারে হার ইস্টবেঙ্গলের

Last Updated:

IFA Shield Final: যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার আইএফএ শিল্ডের ফাইনালে টাইব্রেকারে ইস্টবেঙ্গলকে হারিয়ে শিল্ড জিতল মোহনবাগান। ২২ বছর পরে শিল্ড ঘরে তুলল মোহনবাগান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার আইএফএ শিল্ডের ফাইনালে টাইব্রেকারে ইস্টবেঙ্গলকে হারিয়ে শিল্ড জিতল মোহনবাগান। এদিন ৩৬ মিনিটে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন মহেশ। তবে বেশিক্ষণ এগিয়ে থাকেনি ইস্টবেঙ্গল। প্রথমার্ধে শেষে আপুয়া মোহনবাগানের হয়ে গোল শোধ করেন। নির্ধারিত ৯০ মিনিটে খেলার ফল ছিল ১-১, তাই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ২২ বছর পরে শিল্ড ঘরে তুলল মোহনবাগান।
ডার্বির মুহূর্ত (Image: X/EastBengalFC)
ডার্বির মুহূর্ত (Image: X/EastBengalFC)
advertisement

আরও পড়ুন: স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে সোজা পুকুরে, প্রাণ গেল বউয়ের! কারণ শুনলে শিউরে উঠবেন

এ দিন ম্যাচের মাত্র ৮ মিনিটে গোল করার সুযোগ পেয়েছিল মোহনবাগান। কিন্তু প্রভসুখন বাঁচিয়ে দেন। ১৯ মিনিটে সুভাশিসের থেকে বল কেড়ে নিয়ে গোলের সুযোগ পেয়েছিলেন মহেশও। কিন্তু বিশাল কেইথের চেষ্টা গোল করতে ব্যর্থ হন। তবে এদিন ম্যাচের সবচেয়ে বড় সুযোগ পেয়েছিলেন কামিন্স, ৩৪ মিনিটে পেনাল্টা মিস করেন তিনি। পরে অবশ্য ৪৩ মিনিটে গোল করার সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গলও, ৪৩ মিনিটে বারে লেগে ফিরে আসে ইস্টবেঙ্গলের শট।

advertisement

আরও পড়ুন: নদিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, অঙ্গনওয়াড়ি কর্মীকে ধাক্কা বেপরোয়া ট্রাকের! পিষে গেলেন মহিলা

সেরা ভিডিও

আরও দেখুন
৩৫ ফুটের মা কালী, জেলার সবচেয়ে বড়! বারবিশার পুজো দেখতে ভিনরাজ্য থেকেও ছুটে আসেন মানুষ
আরও দেখুন

দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি হিরোশির গোলমুখী শট বাঁচিয়ে গেন বিশাল কেইথ। ৯৫ মিনিটে অবশ্য গোলের সুযোগ পেয়েছিল মোহনবাগানও, কিন্তু প্রভসুখন বাঁচিয়ে দেন। অতিরিক্ত সময়ে ১০৪ মিনিটে দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিল মোহনবাগান, তবে গোলমুখ খোলেনি। এই মরশুমে শিল্ডের ডার্বির আগে দুবার মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। দুটি ডার্বিতেই জয় পেয়েছে ইস্টবেঙ্গল। এবার ডার্বিতে জয়ে ফিরল মোহনবাগান।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
২২ বছর পরে আইএফএ শিল্ড জিতল মোহনবাগান! টাইব্রেকারে হার ইস্টবেঙ্গলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল