TRENDING:

'পারফরম্যান্স কর, নাহলে বসিয়ে দেব...'! অস্ট্রেলিয়া সফরে কাকে এমন সতর্ক বার্তা দিয়েছিলেন গম্ভীর?

Last Updated:

IND vs AUS: অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের তরুণ পেসার হর্ষিত রানা নিজের প্রতিভার প্রমাণ রেখেছেন। শনিবার সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে তিনি ৮.৪ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের তরুণ পেসার হর্ষিত রানা নিজের প্রতিভার প্রমাণ রেখেছেন। শনিবার সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে তিনি ৮.৪ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তাঁর নিখুঁত লাইন ও লেন্থে অস্ট্রেলিয়ার ব্যাটাররা দিশেহারা হয়ে পড়েন। শুধু বল হাতে নয়, দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে তাঁর ছোট অথচ কার্যকর ইনিংস দলকে লড়াইয়ে ফেরায়। তরুণ এই পেসারের ধারাবাহিক উন্নতি ভারতীয় দলের জন্য আশাব্যঞ্জক।
News18
News18
advertisement

তবে হর্ষিতের দলে অন্তর্ভুক্তি নিয়ে শুরু থেকেই বিতর্ক তৈরি হয়েছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, অভিজ্ঞ অর্শদীপ সিং-কে বাদ দিয়ে কেন তাঁকে দলে নেওয়া হলো। এই সমালোচনার মধ্যে হর্ষিতের সামনে ছিল নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকেই প্রেরণায় রূপ দেন তিনি। সিডনির মাটিতে তাঁর আগুনে বোলিং সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে।

advertisement

প্রধান কোচ গৌতম গম্ভীর এই তরুণ পেসারকে শুরু থেকেই কঠোর বার্তা দিয়েছেন। হর্ষিতের শৈশবের কোচ শ্রবণ কুমারের ভাষায়, গম্ভীর তাঁকে স্পষ্টভাবে বলেছেন— “পারফর্ম কর, নয়তো বাইরে বসে যাবি।” গম্ভীরের এই সোজাসাপটা মনোভাব অনেকের কাছেই কড়া মনে হতে পারে, কিন্তু তাঁর উদ্দেশ্য একটাই— দলের জন্য সেরা পারফরম্যান্স বের করে আনা।

advertisement

শ্রবণ কুমার জানান, হর্ষিত তাঁকে ফোন করে বলেছিলেন যে তিনি নিজের পারফরম্যান্স দিয়েই বাইরের সমালোচনাকে চুপ করাতে চান। শ্রবণের মতে, গম্ভীর প্রতিভা চিনতে জানেন এবং যাদের তিনি সমর্থন দেন, তারা পরে নিজের পারফরম্যান্সে তা প্রমাণ করে। এই বিশ্বাসই হর্ষিতকে আরও আত্মবিশ্বাসী করেছে।

আরও পড়ুনঃ KKR New Coach: কেকেআরের নতুন কোচ হলেন গম্ভীরের ঘনিষ্ঠ! বড় চমক দিল শাহরুখ খানের দল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীতে পারে উৎসব! ঝাঁকে ঝাঁকে মানুষ ছুঁটছে নদীর দিকে! কারণ শুনলে চমকে উঠবেন
আরও দেখুন

এদিকে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তের সমালোচনারও প্রতিবাদ করেছেন শ্রবণ কুমার। তাঁর বক্তব্য, অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা নিজেদের ইউটিউব চ্যানেলের প্রচারের জন্য তরুণ ক্রিকেটারদের টার্গেট বানানো উচিত নয়। বরং নতুনদের গঠনমূলক পরামর্শ দেওয়া উচিত। সব মিলিয়ে, হর্ষিত রানার পারফরম্যান্স শুধু ভারতীয় দলের জন্য নয়, দেশের ভবিষ্যৎ গতি আক্রমণের দিকেও নতুন আশার আলো দেখিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
'পারফরম্যান্স কর, নাহলে বসিয়ে দেব...'! অস্ট্রেলিয়া সফরে কাকে এমন সতর্ক বার্তা দিয়েছিলেন গম্ভীর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল