আইসল্যান্ড: ২ ( সিগথোরসন- ৫৫', জারনাসন- ৮৪')
#স্তাদ দি ফ্রান্স: আইসল্যান্ডকে পাঁচ গোলে উড়িয়ে দিয়ে ইউরোর শেষ চারে ফ্রান্স। রবিবাসরীয় ম্যাচে জোড়া গোল করলেন অলিভার জিরুঁ। ঘরের মাঠে সেমিফাইনালে এবার ফ্রান্সের প্রতিপক্ষ জার্মানি।
শেষ আটেই শেষ ফুটবলের ফেয়ারি টেল। ইউরোয় বিদায় আইসল্যান্ডের। ফ্রান্সের বিরুদ্ধে ৫-২ গোলে হেরে ইউরো থেকে ছিটকে গেল আইসল্যান্ড।
advertisement
প্রথম ৪৫ মিনিটেই চার চারটি গোল। ম্যাচের ভাগ্য ঠিক হয়ে গিয়েছিল সেখানেই। স্বভাবতই ওই অবস্থা থেকে আর ম্যাচে ফেরত আসাটা সম্ভব ছিল না আইসল্যান্ডের ৷ দ্বিতীয়ার্ধে বরং পোগবা, জিরুঁদের অতিরিক্ত আত্মবিশ্বাসের সুযোগ নিয়ে খানিকটা ম্যাচে ফেরে আইসল্যান্ড। এই সময়েই দুই গোল !
ম্যাচের প্রথম মিনিট থেকেই ফ্রান্সের প্রেসিং ফুটবলের সামনে খেই হারিয়ে ফেলে ফিফা র্যাঙ্কিংয়ে ৩৪ নম্বরে থাকা দেশটা। শুরু থেকেই ডানা ঝাঁপটানো শুরু পোগবা, পায়েত, মাতুইদিদের। ম্যাচের প্রথম ১৯ মিনিটেই দু’গোল ! ১২ মিনিটে আর্সেনালের জিরুঁর প্রথম গোল। কর্নার থেকে দর্শনীয় হেডে দ্বিতীয় গোলটি করেন পল পোগবা।
৪২ থেকে ৪৫ মিনিটের মধ্যে আরও দুটো গোল হয় এদিন। গ্রিজম্যান ও পায়েতের গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।
সেমিফাইনালে এবার ফরাসিদের প্রতিপক্ষ জার্মানি। চার গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে নিজেদের অনেকটাই গুটিয়ে নেয় দিদিয়ের দেশের দল। সেই সুযোগে ব্যবধান কমান সিগথোরসন।
পোগবার মিইয়ে থাকার মধ্যে পায়েত-জিরুঁ-গ্রিজমান ত্রিফলাই মার্সেই-র সেমিফাইনালে জার্মানদের বিরুদ্ধে মাস্টারস্ট্রোক দেশের।
দেখুন ম্যাচের গোলগুলি...