প্রতিযোগিতায় জয়ের ছক্কা মারলেও সেমি ফাইনালের টিকিট এখনও পাকা নয় ভারতীয় দলের। বর্তমানে লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে ভাগ্য খারাপ থাকলে এখনও সেমি ফাইনালের আগেই বিদায় ঘণ্টা বেজে যেতে পারে ভারতের। বর্তমানে ৬ ম্যাচে ৬ জয় ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে ভারত। ৬ ম্যাচে ৫ জয় ১ হার ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ৪ ম্যাচে ৪ জয় ২ হার ৮ পয়েন্ট নিয়ে রান রেটের বিচারে তৃতীয় স্থানে নিউজিল্যান্ড। ৬ ম্যাচে ৪ জয় ২ হার ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
advertisement
এবার আসা যাক কোন অঙ্কে সেমি ফাইনালের আগেই বিশ্বকাপ অভিযান শেষ হতে পারে ভারতের। এখনও ৩টি ম্যাচ বাকি ভারতের। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত খেলবে ২ নভেম্বর, দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ম্যাচ ৫ নভেম্বর, ডাচদের বিরুদ্ধে টিম ইন্ডিয়া খেলবে ১২ নভেম্বর। তিনটি ম্যাচ হবে মুম্বই, কলকাতা ও বেঙ্গালুরুতে। যদি এই ৩টি ম্যাচ হেরে যায় ভারতীয় দল তাহলে ১২ পয়েন্টেই শেষ করবে রোহিত শর্মার দল।
লিগ টেবিলের প্রথম চার দলের বাইরে বর্তমানে একটি দলই রয়েছে যারা ১২ পয়েন্ট পর্যন্ত পৌছতে পারে। সেই দল হল আফগানিস্তান। বর্তমানে ৬ ম্যাচে ৩ জয় ৩ হার ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে আফগানরা। তারা শেষ ৩টি ম্যাচ জিতলে ভারতের সমান পয়েন্ট হয়ে যাবে। তখন আসবে রান রেটের প্রশ্ন। ভারত ৩টি ম্যাচ টানা হারলে রানরেটও কমবে। ফলে তখন আফগানিস্তানের কাছে অল্প হলেও সুযোগ থাকবে শেষ চারে যাওয়ার।
আরও পড়ুনঃ ICC World Cup 2023 Rohit Sharma: ইংরেজদের উড়িয়ে জয়ের ছক্কা ভারতের, রোহিত শর্মা গড়লেন ৫ নতুন রেকর্ড
তবে অঙ্কের বিচারে সম্ভাবনা থাকলেও, বিষয়টি ততটা সহজ নয়। ভারত যে ফর্মে রয়েছে তাতে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডসের বিরুদ্ধে পরপর ৩টি ম্যাচ হেরে যাবে তা মানতে নারাজ তাবড় তাবড় ক্রিকেট বিশেষজ্ঞরা। অপরদিকে, আফগানিস্তানের তিনটি ম্যাচ বাকি রয়েছে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ সহজ হবে না আফগানদের জন্য। ফলে অঙ্কের বিচারে ভারতের বিশ্বকাপ থেকে এখনও বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিকই, কিন্তু বাস্তবের মাটিতে তা খুবই কঠিন।