বিশ্বকাপ শুরুর আগে ওডিআইতে বিরাট কোহলির শতরান ছিল ৪৭টি। বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে সচিনের সঙ্গে ব্যবধান আরও কমান বিরাট। নিউজিল্যান্ড ম্যাচেই তেন্ডুলকরকে ধরে ফেলতে পারতেন কোহলি। কিন্তু ৯৫ রানে আউট হয়ে সাজ ঘরে ফেরেন তিনি। এবার মুম্বইতেও ভাল খেলেও শতরান হাতছাড়া হল বিরাট কোহলির।
advertisement
মুম্বইতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। শুরুটা ভাল হয়নি ভারতের। প্রথম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। বিপদের সময় ফের একবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন বিরাট কোহলি।
শুভমান গিলের সঙ্গে জুটি বেঁধে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেনন প্রাক্তন ভারত অধিনায়ক। শুভমান গিল ও বিরাট কোহলি ১৮৯ রানের পার্টনারশিপ গড়ে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন। গিলও আউট হন ৯২ রানে। ৮ রানের জন্য বিশ্বকাপের প্রথম শতরান মিস করেন গিল।
গিল আউট হওয়ার পর সকলে ধরেই নিয়েছিলেন কোহলি শতরান আসাটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ৩১.৩ ওভারে দিলাশান মাদুশঙ্কার স্লোয়ার বলে পাথুম নিশাঙ্কার হাতে ক্যাচ আউট হন কোহলি। ৯৪ বলে ৮৮ রানের ইনিংস খেলেন কোহলি। ১১টি চারে সাজানো তাঁর ইনিংস।
আউট হওয়ার পর হতাশ দেখায় কোহলিকেও। বিশ্বাস করতে পারছিলেন না তিনি নিজেও। নিস্তব্ধ হয়ে যায় গোটা ওয়াংখেড়ের স্টেডিয়াম। ৪৯ তম শতরানের অপেক্ষা আরও কিছুটা বাড়ল বিরাট কোহলির।