দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে মহম্মদ শামি একটি ভিডিও সামনে এসেছে। যা দেখে প্রতিপক্ষের মনে ভয় আসাটা স্বাভাবিক। দেখে মন হতে পারে একের পর এক গোলা-বারুদ ছুড়ছেন মহম্মদ শামি। আর তাতে ঘায়েল হচ্ছেন প্রতিপক্ষ। আর এই ভিডিও দেখে ইডেন গার্ডেন্সে মহম্মদ শামির বিরুদ্ধে ব্যাট করার সময় ভয়ও পেতে পারেন প্রোটিয়া ব্যাটাররা।
advertisement
আসলে আইসিসির তরফ থেকে মহম্মদ শামি এখনও পর্যন্ত ওডিআই বিশ্বকাপে যে ৪৫টি উইকেট নিয়েছেন সেই ভিডিও শেয়ার করা হয়ছে। ২০১৫, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপের মোট ১৪টি ম্যাচে মাঠে নেমে ১১৮.১ ওভার বল করেছেন। ১২টি মেডেন-সহ ৫৮১ রানের বিনিময়ে ৪৫টি উইকেট নিয়েছেন তিনি। প্রতিটি উইকেট রয়েছে এই ভিডিওতে।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও মুহূর্তের মধ্যে ঝড় তুলেছে। বল হাতে কতটা ভয়ঙ্কর হতে পারেন শামি এই ভিডিও তাঁর প্রমাণ। চলতি বিশ্বকাপে ইতিমধ্যেউ ১৪টি উইকেট ৩ ম্যাচে নিয়ে ফেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও আগুন ঝরাতে প্রস্তুত মহম্মদ শামি।